1. Question:কবি কাদেরকে চলতে বলেছেন? 

    Answer
    কবি অরুণ প্রাতের তরুণ দলকে চলতে বলেছেন।






    1. Report
  2. Question:কোন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল।






    1. Report
  3. Question:কী দিয়ে রাইফেল ও জাতীয় পতাকা বানানো হয়েছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল ও শক্ত কাগজ দিয়ে জাতীয় পতাকা বানানো হয়েছিল।






    1. Report
  4. Question:১৯৭১ সালে বাঙলিরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    ১৯৭১ সালে বাঙালিরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল স্বাধীনতা লাভের জন্য। পাকিস্তানিদের অন্যায়, অত্যাচার-নিপীড়ন থেকে বাঁচার জন্য বাঙালিরা যুদ্ধ করেছিল।






    1. Report
  5. Question:স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় হালিমার বাবা কীভাবে হালিমাকে সাহায্য করেছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    বিজয় দিবস উপলক্ষে হালিমাদের  স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতারে আয়োজন করা হয় । হালিমাকে তার বাবা প্রথমে মুক্তিযুদ্ধের ছবি আঁকতে বলেন, তারপর বিজয়ের ছবি । তাছারা হালিমার বাবা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প বলেছিলেন, যাতে হালিমা সহজেই বিষয়টি বুজতে পারে । তিনি ‍বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কথাও মনে করিয়ে দিয়েছিলেন । বাবা এভাবে হালিমাকে পরামর্শ ‍দিয়ে সাহায্য করেছিলেন ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd