Question:বড় কে?
Answer
লোকে যাকে বড় বলে সেই বড় হয়।
Question:বড় কে?
লোকে যাকে বড় বলে সেই বড় হয়।
Question:সংসারে কীভাবে বড় হওয়া যায়?
বড় হতে হলে আগে নিজেকে ছোট ভাবতে হয়। বড় গুণের অধিকারী হতে হয়। সেই গুণকে সবার জন্যভালো কাজে ব্যবহার করতে হয়। তবেই সংসারে বড় হওয়া যায়।
Question:কাকে সকলে বড় মনে করে?
যার ভালো গুণ আছে এবং যে অহংকার করে না তাকেই সকলে বড় মনে করে।
Question:প্রকৃত ছোটলোক কে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
নিজেকে যে বড় বলে দাবি করে সেই প্রকৃত ছোটলোক।
Question:কীসের দ্বারা মানুষ বড় হয়ে ওঠে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
সততা, বিশ্বাস ও ভালো গুণের দ্বারা মানুষ সমাজে বড় হয়ে ওঠে। সৎ মানুষকে সবাই বিশ্বাস করে ও ভালোবাসে।