1. Question:বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? 

    Answer
    বনের পুশুপাখি রাজার মেয়েকে ফলমূল এনে দিল। এসব পশুপাখির মধ্যে ছিল হরিণ, খরগোশ ও ময়ূর।






    1. Report
  2. Question:খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হরেন কেন? 

    Answer
    রাজাকে যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলোর কোনো স্বাদ ছিল না। একটুও নুন ছিল না কোন খাবারে। তাই খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন।






    1. Report
  3. Question:তিনি কীভাবে নিচের ভুল বুঝতে পারলেন? 

    Answer
    নুনের মতো ভালোবাসে বলে রাজা তাঁর ছোট কন্যাকে বনবাসে পাঠিয়েছিলেন। কিন্তু পরে রাজা বুঝতে পারেন নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না। তেমনি রাজার প্রতি মেয়ের ভালোবাসাও অনেক। এভাবেই রাজা তাঁর ভুল বুঝতে পারেন।






    1. Report
  4. Question:রাজার রাজ্যে আবার সুখ এলো কেন? 

    Answer
    রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো। রাজ্যে সবার ‍মুখের ফিরে এলো। রাজ্যে সবাই সুখেই ফুটল। রাজা, রানি ও তাঁর তিন কন্যার সুখের সীমা রইল না।






    1. Report
  5. Question:কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? 

    Answer
    পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd