1. Question:বনবাস বলতে কী বোঝায়? 

    Answer
    বনবাস বলতে বোঝায়- বনে বাস করার জন্য পাঠানো। বনবাস এক ধরনের শাস্তি।






    1. Report
  2. Question:পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? 

    Answer
    পারুলের সঙ্গে দেখা করতে বনের পশুরা এলো। বনের এসব পশুদের মধ্যে ছিল হরিণ, খরগোশ, ময়ূর।






    1. Report
  3. Question:পারুল রাজ্যে ফিরে আসার কারা খুশি হলো? 

    Answer
    পারুল রাজ্যে ফিরে আসায় সবাই খুশি হলো। রানি খুশি হলেন। শিমুল, বকুল তাদের বোনকে ফিরে পেল।






    1. Report
  4. Question:কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল? 

    Answer
    নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।






    1. Report
  5. Question:পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? 

    Answer
    পারুল তার বাবাকে নুন ছাড়া খাবার খাওয়াতে চেয়েছিল তাই রান্নার সময় কোন কিছুতে নুন দিলনা। সে বাবাকে বোঝাতে চেয়েছিল নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd