Question:চোখ বাঁধা অবস্থায় রাতুল কাকে ধরতে পেরেছিল?
Answer
চোখ বাঁধা অবস্থায় রাতুল কান্তাকে ধরতে পেরেছিল।
Question:চোখ বাঁধা অবস্থায় রাতুল কাকে ধরতে পেরেছিল?
চোখ বাঁধা অবস্থায় রাতুল কান্তাকে ধরতে পেরেছিল।
Question:তপুর কথা শুনে সবাই হেসে উঠল কেন?
সন্ধ্যার পরে বাড়ির উঠানে সবাই গল্প করতে বসেছিল। তখন তপু হঠাৎ করে কানামাছি খেলার কথা বলায় সবাই মজা পেয়ে হেসে উঠেছিল।
Question:আমাদের দেশের ছেলেরা কথায় বড় না কিসে বড় হবে?
আমাদের দেশের ছেলেরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে।
Question:আমাদের ছেলেরা কি পণ করবে?
আমাদের ছেলেরা আদর্শ মানুষ হয়ে ওঠার পণ করবে।
Question:বিপদ এলে ছেলেরা কী করবে?
বিপদ এলে লেরা ভয় না করে এগিয়ে যাবে। তারা বিপদকে হারিয়ে দেবে।