Question:ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে কী ঘটে?
Answer
ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। তখন পথচারীরা রাস্তা পার হতে পারে।
Question:ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে কী ঘটে?
ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। তখন পথচারীরা রাস্তা পার হতে পারে।
Question:ফুটওভার ব্রিজ কী?
রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতুকে ফুটওভার ব্রিজ বলে। লোকজন এটাকে দিয়ে হেঁটে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যায়।
Question:ফুটওভারব্রিজ দিয়ে চলাচল নিরাপদ কেন?
ফুটওভারব্রিজগুলো রাস্তা পারাপারের জন্য তৈরি করা হয়েছে। ব্যস্ত রাস্তায় পারাপার হতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ফুটওভারব্রিজ দিয়ে চলাচল নিরাপদ।
Question:জেব্রাক্রসিংক কী?
জেব্রার গায়ের মতো কালো দাগ কাটা রাস্তা পারাপারের জায়গাকে জেব্রাক্রসিং বলে। জেব্রাক্রসিং দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায়।
Question:ফ্লাইওভার কী?
রাস্তার ওপর যানবাহন চলাচলের সেতুকে ফ্লাইওভার উড়াল সেতু বলে। বড় বড় শহরে ফ্লাইওভার দেখা যায়।