Question:বড় হতে চাইলে আগে কী করতে হবে?
Answer
বড় হতে চাইলে আগে ছোট অর্থাৎ বিনয়ী হতে হবে, বড় গুণ অর্জনের মাধ্যমেই বড় হওয়া যায়।
Question:বড় হতে চাইলে আগে কী করতে হবে?
বড় হতে চাইলে আগে ছোট অর্থাৎ বিনয়ী হতে হবে, বড় গুণ অর্জনের মাধ্যমেই বড় হওয়া যায়।
Question:ছবি ও ইজাজের ছোট মামার নাম কী?
ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল।
Question:টপ্রাফিক পুলিশ কীভাবে বৃদ্ধকে সাহায্য করলেন?
বৃদ্ধ লোকটি সাদা ছড়ি হাতে ব্যস্ত রাস্তা পার হতে যচ্ছিলেন। লোকটিকে বাঁচাতে জোরে শব্দ করে থামল একটা গাড়ি। এসময় ট্রাফিক পুলিশ তাকে ধরে রাস্তার কিনারে নিয়ে এলেন। এভাবে ট্রাফিক পুলিশ বৃদ্ধকে সাহায্য করলেণ।
Question:উল্লিখিত অনুচ্ছেদ হতে আমরা কোন শিক্ষা পাই? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
উল্লিখিত অনুচ্ছেদ হতে আমরা সতর্কতার সাথে রাস্তা পারাপারের শিক্ষা পাই।
Question:রেলক্রসিং-এ ঘন্টা বাজানো হয় কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও :
অসতর্কতার কারণে লেভেলক্রসিং- এ প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ কারণে রেললাইনের দুইপাশের যানবাহনকে সতর্ক করার জন্য লেভেলক্রসিং-এ ঘন্টা বাজানো হয়।