Question:চিল ঘুড়ির নাগাল পায় না কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
Answer
ঘুড়ি ওড়ার সময় অনেক উপরে উঠে যায়। এ কারণে চিল ঘুড়ির নাগাল পায় না।
Question:চিল ঘুড়ির নাগাল পায় না কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
ঘুড়ি ওড়ার সময় অনেক উপরে উঠে যায়। এ কারণে চিল ঘুড়ির নাগাল পায় না।
Question:কাটা ঘুড়ির খবর কেউ রাখে না কেন?
কাটা ঘুড়ির উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে। এ কারণে কেউ কাটা ঘুড়ির খবর রাখে না।
Question:কাটা ঘুড়ির খবর কেউ রাখে না কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
কাটা ঘুড়ি উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে। এ কারণে কেউ কাটা ঘুড়ির খবর রাখে না।
Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো: হলদে সবুজে মন মাতায় লাল সদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়িছে বন মাথায় গোধূলির ঝিকিমিকি আলোয় ঘুড়িরা উড়িছে হালকা বায়।
চরণগুলো সাজিয়ে লেখা হলো। ঘুড়ির উড়িছে বন মাথায় হলদে সবুজে মন মাতায়] গোধূলির ঝিকিমিকি আলোয় লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়িছে হালকা বায়।
Question:কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
কবিতাংশটুকু ‘ঘুড়ি’ কবিতার অংশ।