1. Question:সিজদাহ করার নিয়ম বল। 

    Answer
    আল্লাহু আকবর বলতে বলতে সিজদায় যাব। সিজদায় দুই হাঁটু জায়নামাজে রাখব। তারপর রাখব দুই হাত। দুই হাতের মাঝে রাখব নাক ও কপাল। সিজদাতে তাসবিহ পড়তে হয়। সিজদার তাসবিহ হলো- সুবহানা রাব্বিয়াল আ’লা। এভাবেই সিজদা করতে হয়।






    1. Report
  2. Question:সালাতের নৈতিক উপকার কী? 

    Answer
    সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহ তায়ালার ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে। চরিত্রবান হয়। মসজিদে গিয়ে আমরা দেখি কেউ পুরানা ও ছেঁড়া কাপড় পরে আছে। কেউ খুব চিন্তিত, ক্ষুধার্ত আবার কেউ অক্ষম, পঙ্গু, অন্ধ। তখন আমাদের মধ্যে যারা ধনী তারা গরিবদের দুঃখ-কষ্ট বুঝতে পারবে। ফকির, মিসকিন লোকেরা ধনীদের কাছে তাদের দুঃখ-কষ্টের কথা বলতে পারবে। ধনীরা তাদের সহায়ত করতে এগিয়ে আসবে। এভাবেই সমাজ, দেশ তথা সব জায়গায় একটা শান্তিময় পরিবেশ গড়ে উঠবে।






    1. Report
  3. Question:ইবাদত কাকে বলে? 

    Answer
    ইবাদত অর্থ গোলামি করা। আল্লাহ তায়ালা ও রাসুল (স)-এর কথামতো কাজ করাকে ইবাদত বলে।






    1. Report
  4. Question:আমরা কেন পাকসাফ থাকব? 

    Answer
    পাকসাফ থাকলে শরীরে রোগজীবাণুর আক্রমণ হবে না। আমরা সুস্থ্য থাকব। এজন্য আমরা পাকসাফ থাকব।






    1. Report
  5. Question:নিয়মিত ওযু করলে চেখের কী উপকার হয়? 

    Answer
    নিয়মিত ওযু করলে চোখ পরিষ্কার থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd