1. Question:আসরের সময় কখন শেষ হয়? 

    Answer
    সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সময় শেষ হয়।






    1. Report
  2. Question:রোগজীবাণুর আশ্রয়স্থল কোথায়? মহানসবি (স) সপ্তাহে কয়বার নখ কাটতেন? পরিষ্কর পরিচ্ছন্ন থাকার বিষয়ে তার নির্দেশিত ৩টি উপায় বর্ণনা কর। 

    Answer
    মানুষের হাত ও শরীর রোগজীবাণুর আশ্রয়স্থল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে মহানবি (স)- এর নির্দেশিত তিনটি উপায় হলো-
    ১. নিয়মিত নখ কাটব।
    ২. হাত পা সাফ রাখব।
    ৩. কাপড়-চোপড় পরিষ্কার রাখব।






    1. Report
  3. Question:তুমি আসরের নামায পড়ড়তে দাড়িয়ে তাকবিরে তাহরি বলে নামাজ শুরু করলে। তুমি কি জান তাকবিরে তাহরিমা বলা কী? রুকু ও সিজদাতে তুমি কোন তাসবিহ পড়বে? সালাতের শেষ বৈঠকে কী কী পড়বে? 

    Answer
    তাকবিরে তাহরিমা বলা ফরজ।
    আমি রুকুতে ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ এবং সজিদায় ‘সুবহানা রাব্বিয়াল আলা’  তাসবিহ পড়ব। সালাতের শেষ বৈঠকে আত্তাহিয়্যতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ব।






    1. Report
  4. Question:পাকসাফ সম্পর্কে মহানবির হাসিদটি কী? পাক-পবিত্র হওয়ার প্রধান উপায় কী? পাক-পবিত্র হওয়ার ২টি মাধ্যমের কথা লিখ। 

    Answer
    পাকসাফ সম্পকেৃ মহানবি (স) বলেছেন- “পাকসাফ থাকা ইমানের অর্ধেক।” পাক-পবিত্র হওয়ার প্রধান উপায় ওযু। পাক পবিত্র হওয়ার ২টি মাধ্যম হলো-
    ১. শরীর ও কাপড় পরিষ্কার রাখা।
    ২. পেশাব-পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়া।






    1. Report
  5. Question:রহমান সাহেব নিয়মিত নামাজ আদায় করেন। তিনি মনে করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটাই এমকাত্র উপায়। তোমার মতে প্রধান ইবাদত কয়টি? প্রধান ইবাদত গুলোর নাম লিখ। ধনী ও গরিব সকলের জন্য ফরজ এমন দুটি ইবাদতের নাম লিখ। 

    Answer
    আমার মতে, প্রধান ইবাদত হলো ৪টি।
    প্রধান ইবাদতগুলোর নাম: ১. সালাত, ২. যাকাত, ৩. সাওম, ৪. হজ।
    ধনৗ ও গরিব সকলের জন্য ফরজ এমন দুইটি ইবাদত হলো: সালাত ও সাওম।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd