1. Question:পাক পবিত্র হওয়ার প্রধান উপায় কী? ওযুর ফরজ কয়টি ও কী কী? 

    Answer
    পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো ওযু। ওযুর ফরজ চারটি। যথা-
    ১. সমস্ত মুখমন্ডল একবার ধৌত ধোয়া।
    ২. ননুইসহ দুই হাত একবার ধোয়া।
    ৩. মাথঅর চার ভঅগের এক ভাগ একবার মাসহ করা।
    ৪. গিরাসহ দু্‌ই পা একবার ধোয়া।






    1. Report
  2. Question:আব্দুর রহমান আজান দেওয়ার সাথে সাথেই নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করে। আব্দুর রহমানের মতো সালঅত আদায় করা কার হুকুম। সময়সহ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত সালাতের নাম লিখ। 

    Answer
    আব্দুর রহমান সময়মতো সালাত আদায় করে। সময়মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম।
    সময়সহ পাঁচ ওয়াক্ত সালাতের নাম নিচে দেওয়া হলো-
    ফজর: রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিয়ে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহুর্তে তা শেষ হয়। 
    যোহর: দুপুরে সূর্য পশ্চিমে ঢলে পড়লে যোহর শুরু হয়। আর কোনো কাঠির ছায়া দ্বিগুণ হলে তা শেষ হয়।
    আসর: যোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়। সূর্য অস্ত যাওয়অর পূর্বে তা শেষ হয়।
    মাগরিব: সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়।
    ইশা: মাগরিব শেষ হওয়ার পর ইশা শুরু হয়। ফজরের পূর্ব পর্যন্ত ইশা সালাতের সময় থাকে। তবে মধ্য রাতের পূর্বে ইশার সালঅত আদায় করা ভালো।






    1. Report
  3. Question:শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখা প্রয়োজন কেন? পাঁচটি বাক্যে লিখ। 

    Answer
    শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখার প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লিখা হলো-
    ১. শরীর ও কাপড়-চোপড় সবসময় পাক-পবিত্র রাখা দরকার।
    ২. কারণ, শরীর ও কাপড়-চোপড় পাকসাফ না থাকলে মন ভালো থাকে না এবং নানারকম অসুখ-বিসুখ হয়। 
    ৩. যারা পাকসাফ থাকে, আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন।
    ৪. পাকসাফ থাকলে নানারকম অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়।
    ৫. এসব কারণেই, আমাদের প্রত্যেকেই শরীর ও কাপড়-চোপড় পাকসাফ রাখা প্রয়োজন।






    1. Report
  4. Question:ওযু করার পাঁচটি নিয়ম লিখ। 

    Answer
    সব কাজেরই যেমন নিয়ম আছে তেমনি ওযু করারও নিয়ম আছে। এর মধ্যে প্রধান পাঁচটি নিয়ম হলো-
    ১. বিসমিল্লাহ বলে শুরু করা।
    ২. তিনবার কুলি করা।
    ৩. সমস্ত মুখ তিনবার ধোয়া।
    ৪. মাথা, কান ও ঘাড় একবার মাসহ করা।
    ৫. গিরাসহ দুই পা একবার ধোয়া।






    1. Report
  5. Question:চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম লিখ। 

    Answer
    চোখের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাঁচটি নিয়ম নিম্নরূপ-
    ১. চোখে কখনো হাত লাগানো যাবে না।
    ২. ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে।
    ৩. চোখের পিঁচুটি ভালোভাবে সাফ করতে হবে।
    ৪. বেশি বেশি সবুজ শাকসবজি খেতে হবে।
    ৫. এছাড়া নিয়মিত ওযু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd