Question:দিনে কত বার সালাত আদায় করতে হয়?
Answer
দিনে পাঁচবার সালাত আদায় করতে হয।
Question:দিনে কত বার সালাত আদায় করতে হয়?
দিনে পাঁচবার সালাত আদায় করতে হয।
Question:রুকু ও সিজদার মাধ্যমে কী উপকার পাওয়া যায়?
রুকু ও সিজদা সঠিকভাবে করলে সালাত শুদ্ধ হবে।
Question:সানা অর্থসহ লিখ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়অ তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। অর্থ : হে আল্লাহ! তুমি পাক, তোমরই জন্য সকল প্রশংসা। তোমার নাম পবিত্র এবং বরকতময়। তুমি অতি মহান। তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই।
Question:ওযুতে কয়টি কাজ করতে হয়?
ওযুতে ১১টি কাজ করতে হয়।
Question:সালাতে কী বলে তাকবিরে তাহরিমা বাঁধতে হয়?
সালাতে আল্লাহু আকবার বলে তাকবিরে তাহরিমা বাধতে হয়ে।