1. Question:কোন বিরতি ছাড়াই দুই সপ্তাহে সে কতটি অঙ্ক করতে পারবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    কোন বিরতি না থাকলে ছাত্রটি সপ্তাহে ৭দিন অঙ্ক করবে।
    ২ সপ্তাহ = ১৪দিন
    ১ দিনে অঙ্ক করে ৫টি
    `.:` ১৪ দিনে অঙ্ক করে (৫ `xx` ১৪)টি = ৭০টি
    উত্তর : ৭০টি।






    1. Report
  2. Question:মোট কত জন কাজ করবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    মোট পরিবার ৪০টি
    প্রতি পরিবার থেকে কাজ করে ২ জন।
    .: মোট কাজ করে = (৪০ x ২) জন = ৮০ জন।
    উত্তর : ৮০ জন।






    1. Report
  3. Question:৪টি পরিবার চাঁদা না দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    ৪টি পরিবার চাঁদা না দিলে চাঁদা দেওয়া পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৪) = ৩৬টি
    .: মোট চাঁদা উঠবে = (১৮০ x ৩৬) টাকা = ৬৪৮০ টাকা।






    1. Report
  4. Question:৬টি পরিবার হতে সদস্য কাজ করতে না এলে কত জন কাজ করবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    ৬টি পরিবার থেকে কোন সদস্য না আসায় পরিবার সংখ্যা হবে = (৪০ - ৬)টি = ৩৪টি
    ১টি পরিবার থেকে কাজ করে ২ জন
    .: ৩৪ টি পরিবার থেকে কাজ করে (২ x ৩৪) জন = ৬৮ জন
    উত্তর : ৬৮ জন।






    1. Report
  5. Question:রহিম সাহেবের মাসিক আয় কত টাকা? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    রহিম সাহেবের মাসিক আয় (৩৭৫ x ৩০) টাকা
    = ১১২৫০ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd