1. Question:৫০টি টেবিল ও ৫০টি চেয়ারের একত্রে মূল্য কত টাকা? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও: 

    Answer
    ৫০টি টেবিলের মূল্য (২৩৫০ x ৫০) টাকা = ১১৭৫০০ টাকা
    .: ৫০টি টেবিল ও ৫০টি চেয়ারের একত্রে মূল্য
    (১১৭৫০০ + ৪০০০০) টাকা = ১৫৭৫০০ টাকা।






    1. Report
  2. Question:একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে। এরূপ ২০টি ঝুড়িতে কয়টি আম আছে? 

    Answer
    ১টি ঝুড়িতে আম আছে ৩৫৫টি
    .: ২০ টি ঝুড়িতে আম আছে (৩৫৫ x ২০) টি = ৭১০০ টি
    উত্তর : ৭১০০টি






    1. Report
  3. Question:১ ডজন বিইয়ের দাম ৬৭৫ টাকা। এরূপ ৩৫ ডজন বইয়ের দাম কত টাকা? 

    Answer
    ১ ডজন বইয়ের দাম ৬৭৫ টাকা
    `:.` ৩৫ ডজন বইয়ের দাম (৬৭৫ x ৩৫) টাকা
    এখানে,
    ৬৭৫
    `xx`৩৫
    ৩৩৭৫
    ২০২৫০
    ২৩৬২৫
    
    `:.` ৩৫ ডজন বইয়ের দাম ২৩৬২৫ টাকা।






    1. Report
  4. Question:১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত? 

    Answer
    ১টি কাপের মূল্য ৪৫ টাকা
    `:.` ২০টি কাপের মুল্য (১৪৫ x ২০) টাকা
    = ২৯০০ টাকা
    ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা
    ২০ টি কাপের মূল্য ২৯০০ টাকা
    ১২টি প্লেটের মূল্য = ১০২০ টাকা (বিয়োগ করে)
     `:.` ১টি প্লেটের মূল্য (১০২০ `-:` টাকা
    = ৮৫ টাকা।






    1. Report
  5. Question:একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ক্রিকোণি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাব? 

    Answer
    ১টি খাতা বিক্রি হয় ১৮ টাকায়
    `:.` ৪টি খাতা বিক্রি হয় (১৮ x ৪) টাকায়
    = ৭২ টাকায়।
    ১টি পেনসিল বিক্রি হয় ৮ টাকায়
    `:.` ৮টি পেনসিল বিক্র হয় (৮ x ৮) টাকায়
    = ৬৪ টাকায়
    ১টি জ্যামিতিক ক্রিকোণি বিক্রি হয় (২৫ x ২) টাকায়
    = ৫০ টাকায়
    সুতরাং ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণি কিনতে লাগবে (৭২ + ৬৪ + ৫০) টাকা = ১৮৬ টাকা জিনিসগুলো কিনে ৫০০ টাকা দিলে ফেরত পাব
    (৫০০ - ১৮৬) টাকা
    = ৩১৪ টাকা






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd