1. Question:রবিন দৈনিক ১০ ঘন্টা হেটে ১২ দিনে ৪৮০ কি.মি.অতিক্রম করে । দৈনিক ৯ ঘন্টা হেটে সে কত দিনে ৩৬০ কি.মি.অতিক্রম করতে পারবে ? 

    Answer
    রবিন ১ দিনে হাটে ১০ ঘন্টা 
    
     :.  ,,   ১২     ,,    ,,        `(১০ xx ১২)` ঘন্টা = ১২০ ,,
    
     ৪৮০ কি.মি.অতিক্রম করে ১২ ঘন্টায় 
    
     :. ১    ,,      ,,        ,,          `(১২০)/(৪৮০)`   ,,
    
     :.  ৩৬০    ,,        ,,        ` (১২০ xx ৩৬০)/(৪৮০) `,,  বা,  ৯০ ঘন্টায়
    
    
      ৯ ঘন্টা হাটে ১ দিনে
    
      :. ১     ,,        ,,      `১/৯`
    
      :.   ৯০     ,,       ,,       `(১ xx ৯০)/৯ `   ,,   বা,   ১০ দিনে
    
    
      উত্তর : ১০ দিন






    1. Report
  2. Question:জালাল প্রতি ৩ ঘন্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে । ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে ? 

    Answer
    জালাল ৯ কিলোমিটার অতিক্রম করে ৩ ঘন্টায় 
    
     :. ১   ,,      ,,       ,,       ,,     `৩/৯`
    
     :.   ৩৬    ,,      ,,        ,,     `(৩ xx ৩৬)/৯`    ,,
    
                              বা,  ১২ ঘন্টায় 
    
      উত্তর : ১২ ঘন্টা ।






    1. Report
  3. Question:একজন ঠিকাদার ২৫ কি.মি. রাস্তা ৩০ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন । ১৫০ জন শ্রমিক নিয়োগ করে ২০ দিনে রাস্তার অর্ধেক সম্পন্ন করলেন । নিদিষ্ট সময়ে কাজটি করতে হলে আর কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে ? 

    Answer
    কাজ শেষ করার নির্ধারিত সময় = ৩০ দিন
    
      :. ২০ দিন কাজ করার পর বাকি সময় (৩০ - ২০) দিন
    
                                             = ১০ দিন
    
      :. বাকি কাজ `(১ - ১/২)` অংশ `= ১/২` অংশ 
    
      ২০ দিনে কাজটির` ১/২` অংশ শেষ করে ১৫০ জনে
    
      :. ১     ,,      ,,         ,,        ,,    `১৫০ xx ২০`  ,,
    
      :. ১০    ,,      ,,  বাকি অর্ধেক     ,,        ,,  ` (১৫০ xx ২০)/(১০)`   ,,
    
                                 বা, ৩০০ জনে 
    
      :. অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে `(৩০০ - ১৫০)` জন
    
                                         = ১৫০ জন
    
      উত্তর : ১৫০ জন ।






    1. Report
  4. Question:৬ জন লোক ২৮ দিনে কোনো জমির ফসল কটিতে পারে । ২৪ জন লোক কত দিনে ঐ জমির ফসল কাটতে পারে ? 

    Answer
    ৬ জন লোক জমিটির ফসল কাটতে পারে ২৮ দিনে
    
      :. ১    ,,      ,,      ,,        ,,      `২৮ xx ৬`  ,,
    
      :.   ২৪     ,,      ,,      ,,     `(২৮ xx ৬)/(২৪)`
    
                           বা, ৭ দিনে
    
       উত্তর : ৭ দিন ।






    1. Report
  5. Question:২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করে । ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে ।ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কত দিনে করতে পারবে ? 

    Answer
    ২ জন পুরুষের সমান কাজ করে ৩ জন বালক 
    
      :. ১     ,,      ,,        ,,       ,,       `৩/২`
    
      :. ৪ জন পুরুষের কাজ `= ৪ xx ৩/২` জন বালকের কাজ বালকের কাজ
    
                             = ৬     ,,       ,,         ,,     
    
      :.   ,,          ,,      `= ৬ xx ৩/২`,,        ,,
    
                              = ৯ জন বালকের কাজ
    
      ৪ জন পুরুষ ও ১০ জন বালকের কাজ 
    
                  = (৬ + ১০) জন বালকের কাজ
    
                  = ১৬ জন বালকের কাজ
    
      এবং ৬ জন পুরুষ ও ১৫ জন বালকের কাজ
    
                       = (৯ + ১৫) জন বালকের কাজ
    
                       = ২৪ জন বালকের কাজ 
    
      অতএব, 
    
        ১৬ জন বালক কাজটি করে ২১ দিনে
    
      :.  ১  ,,     ,,      ,,       `২১ xx ১৬`    ,,
    
      :. ২৪  ,,      ,,      ,,        `(২১ xx ১৬)/(২৪)`  ,,
    
                        বা, ১৪ দিনে
       উত্তর : ১৪ দিন ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd