1. Question:২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করতে পারে । এরুপ ৫ জন পুুরুষ ও ৬ জন বালক একটি কাজ ১৭ দিনে করতে পারে । তদ্রুপ ১৮ জন পুরুষ ও ২৪ জন বালক ঐ কাজটি করতে পারে । ক. ২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করলে ১ জন বালক কয়জন পুরুষের সমান কাজ করে ? খ. ৫ জন পুরুষ ও ৬ জন বালকের কাজ কয়জন পুরুষের কাজের সমান ? গ. ১৮ জন পুরুষ ও ২৪ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে ? 

    Answer
    ক. দেওয়া আছে,
        ৩ জন বালকের কাজ = ২ জন পুরুষের কাজ
    
      :. ১   ,,       ,,     ,,    `২/৩`      ,,   ,,
    
      অর্ধাৎ ১ জন বালক `২/৩` জন পুরুষের সমান কাজ করে ।
    
    
     খ. ’ক’ হতে পাই,
    
      ১ জন বালকের কাজ ` = ২/৩` জন পুরুষের কাজ
    
      :. ৬   ,,      ,,       ,,   ` ২/৩ xx ৬ `    ,,     ,,
    
                              = ৪ জন পুরুষের কাজ
    
      :. ৫ জন পুরুষ ও ৬ জন বালকের কাজ = (৫ + ৪) জন পুরুষের 
    
                                               = ৯ জন পুরুষের কাজ ।
    
       অর্থাৎ ৫ জন পুরুষ ও ৬ জন বালকের কাজ ৯ জন পুরুষের কাজের সমান ।
    
    
      গ.  ‘খ’ হতে পাই,
    
        ৫ জন পুরুষ ও ৬ জন বালকের কাজ = ৯ জন পুরুষের কাজ
    
      যেহেতু ১ জন বালক` ২/৩` জন পুরুষের কাজ করে 
    
      :. ২৪ জন বালকের কাজ `= ২/৩ xx ২৪` জন পুরুষের কাজ 
    
                               = ১৬ জন পুরুষের কাজ
    
       :. ১৮ জন পুরুষ ও ২৪ জন বালকের কাজ 
    
                  = (১৮ + ১৬ ) জন পুরুষের কাজ
    
                  = ৩৪ জন পুরুষের কাজ ।
    
      এখন ৯ জন পুরুষ  একটি কাজ করে ১৭ দিনে
    
      :. ১   ,,     ,,      ,,       ,,     `১৭ xx ৯`  ,,
    
      :. ৩৪   ,,     ,,     ,,      ,, `(১৭  xx ৯)/(৩৪) `  ,,  
    
             `= ৯/২`
    
           উত্তর :` ৪ ১/২`






    1. Report
  2. Question:রিয়াদ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে । সে তার আব্বার সাথে দোকান থেকে প্রতিটি ৫০ টাকা দরে ৫টি অঙ্ক খাতা এবং প্রতিটি ১০ টাকা দরে বলপেন ক্রয় করলো । আবার ৫ টাকা দিয়ে একটি ইরেজারও ক্রয় করলো । নিচের প্রশ্নের উত্তর দাও : ক. প্রতিটি খাতার অনুপাত ও প্রতিটি বলপেনের মূল্যের অনুপাত বের কর ? খ. মোট খাতার মূল্য ও মোট বলপেনের মূল্যের অনুপাত বের কর ? গ. প্রতিটি বলপেনের মূল্য প্রতিটি খাতার মূল্যের শতকরা বের কর ? ঘ. প্রতিটি ইরেজারের মূল্য প্রতিটি বলপেনের শতকরা কত ? 

    Answer
    ক. প্রতিটি খাতার মূল্য ও প্রতিটি বলপেনের মূলের অনুপাত
     
     ` = (৫০)/(১০) = ৫/১ = ৫ : ১`
    
      উত্তর : ৫ : ১
    
      খ. ১টি খাতার মূল্য ৫০ টাকা
    
       :. ৫টি খাতার মূল্য` (৫০ xx ৫)` টাকা = ২৫০ টাকা
    
       ১টি বলপেনের মূল্য ১০ টাকা 
    
        :. ৬টি বলপেনের মূল্য `(১০ xx ৬) `টাকা = ৬০ টাকা
    
       মোট খাতার মূল্য ও মোট বলপেনের মূল্যের অনুপাত
    
      `= (২৫০)/(৬০) = (২৫)/৬ = ২৫ : ৬`
    
       উত্তর : ২৫ : ৬ ।
    
      গ. প্রতিটি বলপেনের মূল্য ও প্রতিটি খাতার মূল্যের অনুপাত 
    
       `= (১০)/(৫০) = ১/৫`
    
       :. প্রতিটি বলপেনের মূ্ল্য প্রতিটি খাতার মূল্যের শতকরা 
    
       `(১ xx ১০০)/৫ `টাকা = ২০ টাকা
    
        উত্তর : ২০% ।
    
      ঘ. প্রতিটি ইরেজারের মূল্য ও প্রতিটি বলপেনের মূল্যের শতকরা
    
         `(১ xx ১০০)/২ = ৫০` টাকা
    
         উত্তর : ৫০% ।






    1. Report
  3. Question:ভাটিয়ারি সেনাবাহিনী দূর্গে ১৫০০ জন সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে । ১৫ দিন পর কিন্তু সৈনিক রামগড় চলে গেল । অবশিষ্ট সৈনিকের বাকি খাদ্যে ৩০ দিন চলল । ক. ১৫ দিন পর বাকি সময় কত এবং মোট সময়ের সাথে অনুপাত নির্ণয় কর । খ. কতজন সৈনিক রামগড় চলে গিয়েছিল ? গ. রামগড় দূর্গের সৈন্যদের জন্য ১১ দিনের খাদ্য আছে । ২ দিন পর ঐ দূর্গে আরও ৩০ জন সৈন্য আসলে বাকি খাদ্যে কত দিন চলবে ? 

    Answer
    ক. ১৫ দিন বাকি সময় (৪০ - ১৫) দিন = ২৫ দিন 
    
    :. মোট সময় : বাকি সময় = ৪০ : ২৫ `= ৪০/২৫`
    
                                 `= ৮/৫` [৫ দ্বারা ভাগ করে]
    
                                 = ৮ : ৫  (উত্তর)
    
     খ. ‘ক’ হতে প্রাপ্ত বাকি সময় = ২৫ দিন
    
       অবশিষ্ট খাদ্যে ২৫ দিন চলে ১৫০০ জনের সৈন্যের 
    
      :.  ,,     ,,      ১     ,,          ,,      `১৫০০ xx ২৫`     ,,
    
      :.    ,,     ,,    ৩০      ,,        ,, ` (১৫০০ xx ২৫)/(৩০)`       ,,
    
                                 = ১২৫০ জন সৈন্যের
    
      :. রামগড় চলে গিয়েছিল (১৫০০ - ১২৫০) জন
    
                               = ২৫০ জন (উত্তর)
    
      গ. রামগড় দূর্গে সৈন্য সংখ্যা ২৫০ জন  [‘খ’ হতে ]
    
       ২ দিন পর সময় বাকি থাকে (১১ - ২) দিন = ৯ দিন
    
       এবং আরও ৩০ জন আসলে সৈন্য সংখ্যা (২৫০ + ৩০) জন 
    
                                            = ২৮০ জন
    
       অবশিষ্ট খাদ্যে ২৫০ জনের চলে ৯ দিন
    
       :.   ,,          ,,  ১       ,,        ,,  `৯ xx ১০০`     ,,
    
      :.   ,,          ,,   ২৮০     ,,     ,,    `(৯ xx ২৫০)/(২৮০)`   ,,
    
        
         `= (২২৫)/(২৮)` দিন `= ৮ ১/(২৮)` দিন  (উত্তর)






    1. Report
  4. Question:তানভীর ও সাব্বিরের বার্ষিক পরিক্ষায় যথাক্রমে ৮০% ও ৮৫% নাম্বার পেয়েছে । তানভীর তৃনার চেয়ে ১৫% নাম্বার কম পায় । ক. তৃনা শতকরা কত নম্বর পেয়েছে ? খ. পরীক্ষার মোট নম্বর ৯০০ হলে সাব্বির ও তৃনা কত নম্বর করে পেয়েছে ? গ. তানভীরের চেয়ে তৃনা কত নম্বর বেশি পেয়েছে ? 

    Answer
    ক. তৃনা নম্বর পেয়েছে শতকরা = (৮০ + ১৫)% = ৯৫%
    
     খ. মোট নম্বর = ৯০০
    
     :. সাব্বির নম্বর পেয়েছে = ৯০০ এর ৮৫% 
    
                             `= ৯০০ xx (৮৫)/(১০০) = ৭৬৫`
    
     এবং তৃনা নম্বর পেয়েছে = ৯০০ এর ৯৫% 
    
                            `= ৯০০ xx (৯৫)/(১০০) = ৮৫৫`
    
     উত্তর : ৭৬৫ নম্বর, ৮৫৫ নম্বর ।
    
    গ. তানভীর নম্বর পেয়েছে = ৯০০ এর ৮০% 
    
                            ` = ৯০০ xx (৮০)/(১০০) = ৭২০`
    
     ‘খ’ হতে প্রাপ্ত তৃনা নম্বর পেয়েছে = ৮৫৫
    
    :. তানভীরের চেয়ে তৃনা বেশি পেয়েছে = (৮৫৫ - ৭২০) নম্বর
    
                                            = ১৩৫ নম্বর
    
    উত্তর : ১৩৫ নম্বর ।






    1. Report
  5. Question:৬০ কেজি চালে ৩ সদস্য একটি পরিবার ৪৫ দিন চলে । ক. ঐ পরিবারে কত কেজি চাল লাগে ? খ. ৯৬ কেজি চালে ঐ পরিবারের কত দিন চলবে ? গ. ঐ পরিবারে নতুন দুই জন সদস্য আসলে ৬০ কেজি চালে কত দিন চলবে ? 

    Answer
    ক. ৪৫ দিনে চাল লাগে ৬০ কেজি 
    
    :. ১   ,,      ,,       ,,     `(৬০)/(৪৫)` ,,     
    
                       ` = ৪/৩` কেজি ।  (উত্তর)
    
     খ.  ’ক’ হতে প্রাপ্ত 
    
     `৪/৩` কেজি চালে পরিবার চলে  ১ দিন 
    
      :. ১   ,,      ,,        ,,     ` ৩/৪`   ,,
    
      :.   ৯৬     ,,         ,,       `(৩ xx ৯৬)/৪`    ,,
    
                          = ৭২ দিন ।
    
       উত্তর : ৭২ দিন ।
    
      গ. নতুন দুইজন সদস্য আসায়, ঐ পরিবারের মোট সদস্য সংখ্যা হয় 
    
        = (৩ + ২) জন = ৫ জন ।
    
        ৬০ কেজি চালে,
    
         ৩ সদস্যের চলে ৪৫ দিন 
    
       :. ১   ,,     ,,      `(৪৫ xx ৩)`   ,,
    
      :.  ৫     ,,      ,,    `(৪৫ xx ৩)/৫`
    
                  = ২৭ দিন (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd