1. Question:একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ রয়েছে । গুদামের মালিক ২০ টাকা কেজি দরে ৮০% চাল বিক্রয় করেন । ক. ৮০% কে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর । খ. মালিক কত কেজি চাল বিক্রয় করেন এবং মোট বিক্রয়মূল্য কত ? গ. বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে, মোট বিক্রয়কৃত চালের পরিমাণ কত ? 

    Answer
    ক. এখানে ৮০% `= (৮০)/(১০০) `
    
                  ` = ৪/৫` [২০ দ্বারা ভাগ করে ]
    
                   = ৪ : ৫  
    
    আবার ৮০% = ৪ : ৫ `= ৪/৫` = ০.৮ (উত্তর)
    
    খ. মোট বিক্রয়কৃত চালের পরিমাণ = ৪০০কেজির ৮০% 
    
                                    `  = ৪০০ (৮০)/(১০০)` কেজি
    
                                        = ৩২০ কেজি
    আবার প্রতি কেজি চালের বিক্রয়মূল্য ২০ টাকা
    
    :. ৩২০ কেজি চালের বিক্রয়মূল্য`(৩২০ xx ২০)` টাকা
    
                      = ৬৪০০ টাকা    (উত্তর)
    
    
    গ. ‘খ’ হতে প্রাপ্ত, চালের বিক্রয়মূল্য ৬৪০০ টাকা
    
     বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে মোট বিক্রয়মূল্য 
    
     ৬৪০০ টাকায় চালের পরিমাণ ৩২০ কেজি 
    
     :. ১     ,,      ,,         ,,     ` (৩২০)/(৬৪০০) `    ,,
    
    :.  ৭০০০    ,,       ,,        ,,    ` (৩২০ xx ৭০০০)/(৬৪০০)  `  ,,
    
                          = ৩৫০ কেজি    (উত্তর)






    1. Report
  2. Question:একটি কাজ ক ১২ দিনেে এবং খ ২০ দিনে করতে পারে । ক. ক ও খ ১ ‍দিনে আলাদাভাবে কাজটির কত অংশ করে করতে পারে । খ. ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে ? গ. ক ও খ একত্রে `৩ ১/২` দিনে কাজটি শতকরা কত অংশ শেষ করতে পারবে ? 

    Answer
    ক.  ক ১২ দিনে করতে পারে কাজটির এক অংশ 
    
      :. ক ১    ,,      ,,       ,,      ,,   `১/(১২)`   ,,
    
      আবার খ ২০ দিনে করতে পারে কাজটির এক অংশ 
    
      :. খ  ১    ,,      ,,       ,,       `১/(২০)` অংশ
    
    
     খ.  এখন ক ও খ একত্রে ১ দিনে করতে পারে
    
      কাজটির` (১/(১২) + ১/(২০))` অংশ 
    
     = (৫ + ৩) অংশ `= ৮/(৬০)` অংশ 
    
      =` ২/(১৫)` অংশ  [৪ দ্বারা ভাগ করে]
    
     ক ও খ একত্রে কাজটির,
     
     `২/(1৫)`অংশ করতে পারে ১ দিনে 
    
      :. ১    ,,        ,,      ,,    `১ :- ২/(1৫) `দিনে 
    
                      `= ১ (১৫)/২` দিনে
    
                      `= (১৫)/২` দিনে 
    
                      `= ৭ ১/২` দিনে
    
     গ. ‘খ’ হতে পাই,
    
      ক ও খ একত্রে 
    
     `৭ ১/২` বা` (১৫)/২` দিনে করে ১ অংশ
    
      :.  ১     ,,       ,,         ,,     ` ১ xx ২/(১৫) `  ,,
    
      :.  `৩ ১/২` বা,`৭/২ `    ,,       ,,       `(২ xx ৭)/(১৫ xx ২)` অংশ
    
                   = `৭/(১৫)` অংশ
    
      এখন `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০)`
    
     `= (৭০০)/(১৫) %`
    
     `= (১৪০)/৩ %`
    
     `= ৪৬ ২/৩ %`






    1. Report
  3. Question:সুবহা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে । পরীক্ষায় মোট নম্বর ছিল ৮০০ । ক. ৮০% কে সাধারণ ভগ্নাংশ ও অনুপাতে প্রকাশ কর এবং অনুপাতটি কি ধরণের অনুপাত তা লেখ । ২ খ. সুবহার প্রাপ্ত মোট নম্বর কত ? ৪ গ. পরীক্ষায় মোট নম্বর ১০০০ হলে, প্রাপ্ত মোট নম্বর কত হবে ? ৪ 

    Answer
    ক. এখানে ৮০% `= (৮০)/(১০০) = ৪/৫`
    
      :. ৮০% = ৪ : ৫
    
      প্রাপ্ত অনুপাতটি একটি লঘু অনুপাত ।
    
      কারণ অনুপাতটির পূর্ব রাশি, উত্তর রাশির চেয়ে ছোট ।
    
    
     খ. ‘ক’ হতে পাই, ৮০% `= ৪/৫`
    
      দেওয়া আছে পরীক্ষার মোট নম্বর ৮০০
    
      সুবহার প্রাপ্ত নম্বর = ৮০০ এর `৪/৫ `
    
                       = ৮০০ এর` ৪/৫`
    
                      = ৬৪০ 
    
    
     গ. ‘খ’ হতে পাই, 
    
      ৮০০ নম্বরে প্রাপ্ত নম্বর ৬৪০
    
      :.   ,,     ,,   ১     ,,      ,,     ` (৬৪০)/(৮০০)`
    
      :.   ,,       ,,     ১০০০    ,,     ,,  `(৬৪০ xx ১০০০)/(৮০০)`
    
                         = ৮০০






    1. Report
  4. Question:একটি নির্বাচনে বিজয়ী প্রাথী ৬০% ভোট পেয়ে জয়ী হন । মোট ভোটার সংখ্যা ৭০০০০ ক. পরাজিত প্রাথী শতকরা কত ভোট পেয়েছেন ? খ. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা কত ? গ. বিজয়ী প্রাথী কত ভোটের ব্যবধানে জয় লাভ করেন এবং বিজয়ী ও পরাজিত প্রাথীর ভোটের অনুপাত নির্ণয় কর । 

    Answer
    ক. দেওয়া আছে, বিজয়ী প্রাথীর ভোট ৬০% 
    
      :. পরাজিত প্রাথীর প্রাপ্ত শতকরা ভোট (১০০ - ৬০) = ৪০
    
     খ. ‘ক’ হতে পাই, পরাজিত প্রাথী ৪০% ভোট পেয়েছেন ।
    
      দেওয়া আছে, মোট ভোটার সংখ্যা ৭০০০০
    
      :. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা = ৭০০০০ এর ৪০% 
    
                                  `= ৭০০০০ (৪০)/(১০০)`  
    
                                  = ২৮০০০     (উত্তর)
    
    
     গ. ‘খ’ হতে পাই, পরাজিত প্রাথীর ভোট সংখ্যা ২৮০০০
    
      :. বিজয়ী প্রাথীর ভোট সংখ্যা (৭০০০০ - ২৮০০০)
    
                                  = ৪২০০০
    
     :. ভোটের ব্যবধান (৪২০০০ - ২৮০০০) = ১৪০০০
    
     :. বিজয়ী প্রাথীর ভোট : পরাজিত প্রাথীর ভোট 
    
        = ৪২০০০ : ২৮০০০ =` (৪২০০০)/(২৮০০০)`
    
        =` (৪২)/(২৮)` [১০০০ দ্বারা ভাগ করে ]
    
        = `৩/২ `[১৪ দ্বারা ভাগ করে ]
    
        = ৩ : ২






    1. Report
  5. Question:কোন ব্যাংকারের মাসিক আয় ২৫০০০ টাকা । তার মাসিক ব্যয় ২০০০০ টাকা । ক. মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত কত ? ২ খ. মাসিক ব্যয় আয়ের শতকরা কত ? আয় ৫০০০ টাকা বৃদ্ধি পেলে ও ব্যয় অপরিবর্তিত থাকলে মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত কত ? ৪ গ. মাসিক আয় কত টাকা বৃদ্ধি পেলে মাসিক ব্যয় ২৪০০০ টাকা হবে ? ৪ 

    Answer
    ক. মাসিক ব্যয় ও আয়ের অনুপাত `= (২০০০০)/(২৫০০০) `
    
                                       ` = ৪/৫` = ৪ : ৫  (উত্তর)
    
     খ.মাসিক ব্যয় ও আয়ের শতকরা `= (৪/৫ xx ১০০)% = ৮০%`
    
      আয় ৫০০০ টাকা বৃদ্ধি পেলে মাসিক আয় হবে 
    
     = (২৫০০০ + ৫০০০) টাকা = ৩০০০০ টাকা
    
      :. মাসিক আয় ও ব্যয়ের অনুপাত `= (৩০০০০)/(২০০০০) = ৩ : ২`
    
      উত্তর : ৮০% ৩ : ২ ।
    
     গ. এখন, ব্যয় ২০,০০০ টাকা হয় যখন আয় ২৫,০০০ টাকা
    
       :.    ,,    ১      ,,        ,,       ,,       `(২৫০০০)/(২০০০০)`  ,,
    
      :.     ,,    ২৪০০০         ,,        ,,     `(২৫০০০ xx ৬০০০)/(২০০০০)`    ,,
    
                                     = ৩০০০০ টাকা
    
      :. মাসিক আয় বৃদ্ধি করতে হবে = (৩০০০০  -২৫০০০) টাকা 
    
            = ৫০০০ টাকা ।   (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd