1. Question:নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর । ১.ঙ. ২ টাকা ও ৪০ পয়সা 

    Answer
    প্রথম রাশি = ২ টাকা
    
                `= (২ xx ১০০)` পয়সা [:. ১ টাকা = ১০০ পয়সা]
    
                 = ২০০ পয়সা
    
                 দ্বিতীয় রাশি = ৪০ পয়সা
    
                 :. প্রথম রাশি : দ্বিতীয় রাশি = ২০০ : ৪০
    
                                  = ৫ : ১
    
               [উভয় রাশিকে ৪০ দ্বারা ভাগ করে ]
    
               নির্ণেয় অনুপাত = ৫ : ১ (উত্তর)






    1. Report
  2. Question:নিচের অনুপাতগুলোকে সরলীকরণ কর : অনুপাতের রাশি দুইটিকে তাদের গ. সা. গু দ্বারা ভাগ করতে হবে । ক.৯ : ১২ খ. ১৫ : ২১ গ. ৪৫ : ৩৬ ঘ. ৬৫ : ২৬ 

    Answer
    ক. প্রদত্ত অনুপাত = ৯ : ১২
    
                       = ৩ : ৪
    
         [উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে ।]
    
         নির্ণেয় সরল অনুপাত = ৩ : ৪ ।(উত্তর)
    
    
     খ.  প্রদত্ত অনুপাত = ১৫ : ২১
     
                      = ৫ : ৭
    
         [উভয় রাশিকে ৩ দ্বারা ভাগ করে]
    
       নির্ণেয় সরল অনুপাত = ৫ : ৭
    
    
    গ.  প্রদত্ত অনুপাত = ৪৫ : ৩৬
    
                      = ৫ : ৪
    
        [উভয় রাশিকে ৯ দ্বারা ভাগ করে]
    
        নির্ণেয় সরল অনুপাত = ৫ : ৪ (উত্তর)
    
    
    ঘ. প্রদত্ত অনুপাত = ৬৫ : ২৬
    
                       = ৫ : ২ 
    
       [উভয় রাশিকে ১৩ দ্বারা ভগ করে ]
    
       নির্ণেয় সরল অনুপাত = ৫ : ২






    1. Report
  3. Question:নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ কর । 2. ক. ৩ : ৫, ৫ : ৭ ও ৭ : ৯ খ. ৫ : ৩ ,৭ : ৫ ও ৯ : ৭ 

    Answer
    ক. অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর 
    
         গুণফল `= ৩ xx ৫ xx ৭ = ১০৫`
    
         এবং উত্তর রাশিগুলোর গুণফল` = ৫ xx ৭ xx ৯ = ৩১৫`
    
         নির্ণেয় অনুপাত = ১০৫ : ৩১৫
    
          = ১ : ৩ []উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]
    
         নির্ণেয় মিশ্র অনুপাত  ১ : ৩  (উত্তর)
    
     খ. অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর 
    
         গুণফল` = ৫ xx ৭ xx ৯ = ৩১৫`
    
         এবং উত্তর রাশিগুলোর গুণফল` = ৩ xx ৫ xx ৭ = ১০৫`
    
         :. নির্ণেয় মিশ্র অনুপাত = ৩১৫ : ১০৫
    
                           = ৩ : ১
    
                   [উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]
    
         নির্ণেয় মিশ্র অনুপাত = ৩ : ১    (উত্তর)






    1. Report
  4. Question:৯ : ১৬ অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ কর । 

    Answer
    প্রদত্ত অনুপাত ৯ : ১৬ এর ব্যস্ত অনুপাত
    
     হলো ১৬ : ৯  (উত্তর)






    1. Report
  5. Question:নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। ক. ১৬ : ১৩ খ. ১৩ : ১৭ গ. ২১ : ২১ । 

    Answer
    প্রদত্ত অনুপাতগুলো
    
    (ক) ১৬ : ১৩
    
    (খ) ১৩ : ১৭
    
    (গ) ২১ : ২১
    
    (গ) নং অনুপাতের পূ্র্ব রাশি ও উত্তর রাশি সমান ।
    
     সুতরাং (গ) ২১ : ২১ হলো একক অনুপাত ।
    
    :. একক অনুপাত (গ) ২১ : ২১  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd