Question:দুইটি ড্রামে যথাক্রমে ২২৫ লিটার ও ৩৭৫ লিটার দুধ ধরে । ক. এমন আরেকটি ড্রামে লও যাতে ১ম ড্রামের দ্বিগুন পরিমাণ দুধ ধরে । ২ খ. সর্বাধিক কত লিটারের কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । ৪ গ. কোন ড্রামে কত কন্টেইনার দুধ । ৪
Answer
ক. ১ম ড্রামে দুধের পরিমাণ ২২৫ লিটার :. নতুন আরেকটি ড্রামে দুধের পরিমান `= ২২৫ xx ২` লিটার ৪৫০ লিটার (উত্তর) খ. সর্বাধিক দুধ ধরে এরূপ কন্টেইনার পরিমাপ ২২৫, ৩৭৫ ও ৪৫০ এর ল. সা. গু যত তত লিটার এখন, ২২৫)৩৭৫(১ ২২৫ ----------- ১৫০)২২৫(১ ১৫০ ---------- ৭৫)১৫০(২ ১৫০ --------- ০ :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫ আবার, ৭৫)৪৫০(৬ ৪৫০ -------- ০ :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫ :. সর্বাধিক ৭৫ লিটার দুধ ধরে এরূপ কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । (উত্তর) গ. ১ম ড্রাম দুধ ধরে `(২২৫)/(৭৫)`বা ৩ কন্টেইনার ২য় ড্রামে দুধ ধরে `(৩৭৫)/(৭৫)`বা ৫ কন্টেইনার ৩য় ড্রামে দুধ ধরে `(৪৫০)/(৭৫)` বা ৬ কন্টেইনার :. ড্রাম তিনটিতে যথাক্রমে ৩, ৫ ও ৬ কন্টেইনার দুধ ধরে । (উত্তর)