1. Question:দুইটি ড্রামে যথাক্রমে ২২৫ লিটার ও ৩৭৫ লিটার দুধ ধরে । ক. এমন আরেকটি ড্রামে লও যাতে ১ম ড্রামের দ্বিগুন পরিমাণ দুধ ধরে । ২ খ. সর্বাধিক কত লিটারের কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । ৪ গ. কোন ড্রামে কত কন্টেইনার দুধ । ৪ 

    Answer
    ক. ১ম ড্রামে দুধের পরিমাণ ২২৫ লিটার 
    
    :. নতুন আরেকটি ড্রামে দুধের পরিমান `= ২২৫ xx ২` লিটার
    
                                                 ৪৫০ লিটার (উত্তর)
    
    
    
    খ. সর্বাধিক দুধ ধরে এরূপ কন্টেইনার পরিমাপ ২২৫, ৩৭৫ ও ৪৫০ এর ল. সা. গু যত তত লিটার 
    
                  এখন, ২২৫)৩৭৫(১
                               ২২৫
                           -----------
                              ১৫০)২২৫(১
                                    ১৫০
                                  ----------
                                    ৭৫)১৫০(২
                                         ১৫০
                                       ---------
                                          ০
    
                    :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫
    
                    আবার, ৭৫)৪৫০(৬
                                ৪৫০
                             --------
                                 ০
    
                :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫
    
               :. সর্বাধিক ৭৫ লিটার দুধ ধরে এরূপ কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । (উত্তর)
    
             গ. ১ম ড্রাম দুধ ধরে `(২২৫)/(৭৫)`বা ৩ কন্টেইনার
    
                ২য় ড্রামে দুধ ধরে `(৩৭৫)/(৭৫)`বা ৫ কন্টেইনার 
    
                ৩য় ড্রামে দুধ ধরে `(৪৫০)/(৭৫)` বা ৬ কন্টেইনার
    
               :. ড্রাম তিনটিতে যথাক্রমে ৩, ৫ ও ৬ কন্টেইনার দুধ ধরে । (উত্তর)






    1. Report
  2. Question:একটি সংখ্যা তালিকায় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং অন্যন্য সংখ্যা ১৫, ৫০, ৭৫ আছে । ক. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখ এবং ৭৫ এর গুণনীয়কগুলো লিখ । ২ খ. তালিকায় সংখ্যাগুলো ল. সা. গু বের কর । ৪ গ. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তালিকায় সংখ্যাগুলো দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে । ৪ 

    Answer
    ক. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
    
        `৭৫ = ১ xx ৭৫`
           
           `= ৩ xx ৭৫`
    
         :. ৭৫ এর গুণনীয়কগুলো : ১, ৩, ৫, ১৫, ২৫, ৭৫
    
     খ. ক্ষুদ্রতম সংখ্যা ১০০ এবং প্রদত্ত সংখ্যা তিনটি ১৫, ৫০, ৭৫
    
        এখন, ২|১৫, ৫০, ৭৫, ১০০
                 ---------------------
                ৩|১৫, ২৫, ৭৫, ৫০
                  ----------------------  
                  ৫|৫, ২৫, ২৫, ৫০
                    ------------------------- 
                    ৫|১, ৫, ৫, ১০
                      -----------------
                        ১, ১, ১, ২
    
        :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ৩ xx ৫ xx ৫ xx ২ = ৩০০`
    
         গ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
    
          তালিকায় সংখ্যাগুলোর ল. সা. গু দিয়ে ভাগ করে সংখ্যাটি নির্ণয় করতে হবে ।
    
         এখন, ৩০০)১০০০০০(৩৩৩
                       ৯০০
                     _______
                       ১০০০
                       ৯০০
                    _______
                       ১০০
    
          সুতরাং ১০০০০০ সংখ্যাটি ৩০০ দ্বারা বিভাজ্য নয় ।
    
          অতএব বিভাজ্য সংখ্যাটি হবে (১০০০০০ - ১০০)
    
          বা ৯৯৯০০ কিন্তু এটি পাঁচ অঙ্কের সংখ্যা ।
    
         :. নির্ণেয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি
    
         = ১০০০০০ + (৩০০ - ১০০)
    
         = ১০০০০০ + ২০০ = ১০০২০০ (উত্তর)






    1. Report
  3. Question:২৮, ৩৬, ৫৪, ৭২ এবং ১৪৪ কতগুলো সংখ্যা । ক. ১ম সংখ্যাটির মেীলিক গুণনীয়কগুলো লেখ । ২ খ. মেীলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যাগুলোর ল. সা. গু নির্ণয় কর । ৪ গ. দেখা্ও যে ইউক্লিডীয় পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান । ৪ 

    Answer
    ক. `২৮ = ২ xx ২ xx ৭`
    
        :. ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ ।(উত্তর)
    
      খ. এখানে ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ ।
    
        `২৮ = ২ xx ২ xx ৭`
      
        `৩৬ = ২ xx ২ xx ৩ xx ৩`
    
       ` ৫৪ = ২ xx ৩ xx ৩ xx ৩`
    
       ` ৭২ = ২ xx ২ xx ২ xx ৩ xx ৩`
    
       ` ১৪৪ = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩` 
    
         এখানে, ২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪ সংখ্যাগুলোর মেীলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ চার 
    
         বার ৩ আছে সর্বোচ্চ এক বার । কাজেই ২ চার বার ৩ তিন বার ৭ এক বার নিয়ে 
    
         ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় ।
    
       `২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭`
    
        বা, ৩০২৪; যা প্রদত্ত সংখ্যাগুলোর ল. সা. গু ।
    
        গ. এখন, ইউক্লিডীয় পদ্ধতিতে পাই, 
    
          ২|২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪
            _________________
            ২|১৪, ১৮, ২৭, ৩৬, ৭২
             _________________
             ২|৭, ৯, ২৭, ১৮, ৩৬
               ________________
               ৩|৭, ৯, ২৭, ৯, ১৮
                 _______________
                 ৩|৭, ৩, ৯, ৩, ৬
                   _______________
                     ৭, ১, ৩, ১, ২
    
       :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭`
    
                            = ৩০২৮; যা ‘খ’ এর ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান ।






    1. Report
  4. Question:একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে: মি ও ৯৬০ সে: মি.। ক. ৬৭২ এর মেীলি গুননীয়কগুলো লেখ । ২ খ. পাত দুইটি থেকে কেটে নেওয়া এক্ই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ? ৪ গ. প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. `৬৭২ = ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৭` ।
    
         :. ৬৭২ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, ৭ (উত্তর)
    
    
       খ. নির্ণেয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যের সাংখি্ক মান হবে
    
         ৬৭২ এবং ৯৬০ এর ল. সা. গু এর সমান । এখানে ৬৭২ এর মেীলিক 
    
         গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২ ৩, ৭ এবং 
    
         এখানে ৯৬০ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ২, ৩, ৫
    
         ৬৭২ এবং ৯৬০ এর সাধারণ মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩
    
         :. ৬৭২ এবং ৯৬০ এর গ. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ = ৯৬`
    
         :. একই মাপের সবচেয়ে বড় টুকরার ‍দৈর্ঘ্য  ৯৬ সে. মি.।(উত্তর)
    
        গ. লোহার পাতের টুকরার সংখ্যা ৯৬)৬৭২(৭
                                              ৬৭২
                                           --------
                                              ০
                                          = ৭ টি
       এবং তামার পাতের টুকরার সংখ্যা ৯৬)৯৬০(১০
                                              ৯৬০
                                           -------------
                                                ০
                                            = ১০টি
    
       লোহার পাতের টুকরার সংখ্যা ৭ টি 
    
       তামার পাতের টুকরার সংখ্যা ১০ টি






    1. Report
  5. Question:নিচের ভগ্নাংশ-যুগল সমতুল কিনা নির্ধারণ কর : (ক) `৫/৮, (১৫)/(২৪)` (খ) `৭/(১১), (১৪)/(৩৩)` (গ) `(৩৮)/(৫০), (১১৪)/(১৫০)` 

    Answer
    এখানে,
    
      (ক)  প্রথম ভগ্নাংমের লব` xx` দ্বিতীয় ভগ্নাংশের হর` = ৫ xx ২৪` = ১২০ 
    
            প্রথম ভগ্নাংশের হর` xx ` দ্বিতীয় ভগ্নাংশের লব `= ৮ xx ১৫` = ১২০
    
            যেহেতু গুণফলদ্বয় সমান
    
            সুতরাং` ৫/৮, (১৫)/(২৪)` ভগ্নাংশ-যুগল সমতুল (উত্তর) 
    
    
    
    (খ) এখানে,
    
        প্রথম ভগ্নাংশের লব` xx ` দ্বিতীয় ভগ্নাংশের হর` = ৭ xx ৩৩` = ২৩১
    
        প্রথম ভগ্নাংশের হর ` xx `দ্বিতীয় লব` = ১১ xx ১৪` = ১৫৪
    
       যেহেতু গুণফলদ্বয় সমান নয়
    
        সুতরাং ` ৭/(১১), (১৪)/(৩৩)` ভগ্নাংশ-যুগল সমতুল নয় । (উত্তর)
    
    (গ)  এখানে,
    
          প্রথম ভগ্নাংশের লব` xx` দ্বিতীয় ভগ্নাংশের হর
    
           = ৩৮` xx` ১৫০
    
          = ৫৭০০
    
         প্রথম ভগ্নাংশের হর` xx `দ্বিতীয় ভগ্নাংশের লব 
    
        = ৫০` xx` ১১৮ = ৫৭০০
    
       যেহেতু গুণফলদ্বয়ের সমান
    
       সেহেতু `(৩৮)/(৫০), (১১৪)/(১৫০)` ভগ্নাংশ-যুগল সমতুল । (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd