1. Question:সরল কর : (ক)` ৭ - ৩/৮ + ৮ - ৪/৭` (খ)` ৯ - ৩ (১৫)/(১৬) - ২ ৭/৮ + ৯/(৩২)` গ)` ২ ১/২ - ৪ ৩/৫ - ১১ + ১৭ ৭/(১৫)` 

    Answer
    (ক) ` ৭ - ৩/৮ + ৮ - ৪/৭`
    
       ` = (৭ + ৮) - ৩/৮ - ৪/৭`
    
       ` = ১৫ - ৩/৮ - ৪/৭`
    
      ` = (১৫ xx ৫৬ - ৩ xx ৭ - ৪ xx ৮)/(৫৬)`
    
                            [এখানে ৮ ও ৭ এর ল.সা.গু = ৫৬]
    
      `= (৮৪০ - ২১ - ৩২)/(৫৬)`
    
      `= (৮৪০ - (২১ + ৩২))/(৫৬)`
    
      `= (৮৪০ - ৫৩)/(৫৬)`
    
      `= (৭৮৭)/(৫৬)`
    
     ` = ১৪ ৩/(৫৬)`    (উত্তর)
    
    
    (খ)  ` ৯ - ৩ ১৫/১৬ - ২ ৭/৮ + ৯/(৩২)`
    
        `= ৯ - (৩ xx ১৬ xx ১৫)/(১৬) - (২ xx ৮ + ৭)/৮ + ৯/(৩২)`
    
                                             [অপ্রকৃত ভগ্নাংশের রুপান্তর করে]
    
       `= ৯ - (৬৩)/(১৬) - (২৩)/৮ + ৯/(৩২)`
    
       `= (৯ xx ৩২ - ৬৩ xx ২ - ২৩ xx ৪ + ৯)/(৩২)`
    
       `= (২৮৮ - ১২৬ - ৯২ + ৯)/(৩২)`
    
       `= (২৮৮ + ৯) - (১২৬ + ৯২)/(৩২)`
    
      ` = (২৯৭ - ২১৮)/(৩২)`
    
      `= (৭৯)/(৩২)`
    
      `= ২ (১৫)/(৩২)`   (উত্তর)
    
    
    (গ) `২ ১/২ - ৪ ৩/৫ - ১১ + ১৭ ৭/(১৫)`
    
     ` = (২ xx ২ + ১)/২ - (৪ xx ৫ + ৩)/৫ - ১১ + (১৭ xx ১৫ + ৭)/(১৫)`
    
                                       [অপ্রকুত ভগ্নাংশের পরিণতি করে]
    
     `= (৪ + ১)/২ - (২০ + ৩)/৫ - ১১ + (২৫৫ + ৭)/(১৫)`
    
     `= ৫/২ - (২৩)/৫ - ১১ + (২৬২)/(১৫)`
    
     `= (৫ xx ১৫ - ২৩ xx ৬ - ১১ xx ৩০ + ২৬২ xx ২)/(৩০)`
    
                               [এখানে ২, ৫ ও ১৫ এর ল.সা.গু = ৩০]
    
     `= (৭৫ - ১৩৮ - ৩৩০ + ৫২৪)/(৩০)`
    
     `= ((৭৫ + ৫২৪) - (১৩৮ + ৩৩০))/(৩০)`
    
     `= (৫৯৯ - ৪৬৮)/(৩০)`
    
     `= (১৩১)/(৩০)`
    
     `= ৪ (১১)/(৩০)`   (উত্তর)






    1. Report
  2. Question:আজমাইন সাহেব তার জমি থেকে বছরে `২০ ১/(১০)` কুইন্টাল আমন, `৩০ ১/(২০)` কুইন্টাল ইরি এবং ১০ ১/(৫০) কুইন্টাল আউশ ধান পেলেন । তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন ? 

    Answer
    আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন
    
          `= ২০ ১/(১০)` কইন্টাল `+ ৩০ ১/(২০)` কুইন্টাল` + ১০ ১/(৫০)` কুইন্টাল
    
          `= ((২০১)/(১০) + (৬০১)/(২০) + (৫০১)/(৫০))` কুইন্টাল
    
          `= ((২০১০ + ৩০০৫ + ১০০২)/(১০০))` কুইন্টাল
    
          `= (৬০১৭)/(১০০)` কুইন্টাল
    
          `= ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল
    
          :. তিনি তার জমি থেকে এক বছরে` ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল ধান পেয়েছেন ।






    1. Report
  3. Question:আজমাইন সাহেব তার জমি থেকে বছরে `২০ ১/(১০) `কুইন্টাল আমন, ` ৩০ ১/(২০) ` কুইন্টাল ইরি এবং` ১০ ১/(৫০)` কুইন্টাল আউশ ধান পেলেন । তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন ? 

    Answer
    আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন
    
             `= ২০ ১/(১০)` কইন্টাল `+ ৩০ ১/(২০)` কুইন্টাল` + ১০ ১/(৫০)` কুইন্টাল
    
             `= ((২০১)/(১০) + (৬০১)/(২০) + (৫০১)/(৫০))` কুইন্টাল
    
             `= ((২০১০ + ৩০০৫ + ১০০২)/(১০০))` কুইন্টাল
    
             `= (৬০১৭)/(১০০)` কুইন্টাল
    
             `= ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল
    
              :. তিনি তার জমি থেকে এক বছরে` ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল ধান পেয়েছেন ।






    1. Report
  4. Question:আজমাইন সাহেব তার জমি থেকে বছরে `২০ ১/(১০)` কুইন্টাল আমন, `৩০ ১/(২০)` কুইন্টাল ইরি এবং `১০ ১/(৫০)` কুইন্টাল আউশ ধান পেলেন । তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন ? 

    Answer
    আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন
    
          `= ২০ ১/(১০)` কইন্টাল `+ ৩০ ১/(২০)` কুইন্টাল` + ১০ ১/(৫০)` কুইন্টাল
    
          `= ((২০১)/(১০) + (৬০১)/(২০) + (৫০১)/(৫০))` কুইন্টাল
    
          `= ((২০১০ + ৩০০৫ + ১০০২)/(১০০))` কুইন্টাল
    
          `= (৬০১৭)/(১০০)` কুইন্টাল
    
          `= ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল
    
         :. তিনি তার জমি থেকে এক বছরে` ৬০ (১৭)/(১০০)` কুইন্টাল ধান পেয়েছেন ।






    1. Report
  5. Question:২৫ মিটার লম্বা একটি বাঁশের `৫ ৪/(২৫)` মিটার কালো, `৭ ১/৪` মিটার লাল এবং `৪ ৩/(১০) `মিটার হলুদ রং করা হলো । বাঁশটি কত অংশ রং করা বাকি রইল । 

    Answer
    বাঁশের মোট রং করা হলো 
    
          `= (৫ ৪/(২৫) + ৭ ১/৪ + ৪ ৩/(১০))` মিটার
    
          `= ((৫ xx ২৫ + ৪)/(২৫) + (৭ xx ৪ + ১)/৪ + (৪ xx ১০ + ৩)/(১০))` মিটার
    
          `= ((১২৯)/(২৫) + (২৯)/৪ + (৪৩)/(১০)` মিটার
    
          `= ((১২৯ xx ৪ + ২৯ xx ২৫ + ৪৩ xx ১০)/(১০০))` মিটার
    
                                    [এখানে ১০, ২৫ ও ৪ এর ল,সা,গু = ১০০]
    
          `= ((৫১৬ + ৭২৫ + ৪৩০)/(১০০))` মিটার
    
          `= (১৬৭১)/(১০০)` মিটার
    
           :. বাঁশটির রং করা বাকি রইল
    
         `= (২৫ - (১৬৭১)/(১০০))` মিটার
    
         `= ((২৫ xx ১০০ - ১৬৭১)/(১০০))` মিটার 
    
         `= (৮২৯)/(১০০)` মিটার
    
         `= ৮ (২৯)/(১০০)`
    
         :. বাঁশটির `৮ (২৯)/(১০০)` মিটার রং করা বাকি রইল ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd