1. Question:বিয়োগ কর: 3a + 2b + c 5a + 4b - 2c 

    Answer
    সমাধান : বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই, 
    
              - 5a - 4b + 2c
    
          এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই 
    
          3a + 2b + c
    
        - 5a - 4b + 2c
      _______________
        - 2a - 2b + 3c
     
       :. নির্ণেয় বিয়োগফল - 2a - 2b + 3c






    1. Report
  2. Question:বিয়োগ কর: 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca 

    Answer
    সমাধান : বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
             - 2ab + 4bc - 8ca
    
            এখন প্রথম রাশির সাথেত রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
              3ab + 6bc - 2ca
    
             - 2ab + 4bc - 8ca
         ____________________
               ab + 10bc - 10ca
    
          নির্ণেয় বিয়োগফল ab + 10bc - 10ca






    1. Report
  3. Question:বিয়োগ কর: `a^2 + b^2 + c^2` থেকে `- a^2 + b^2 - c^2` 

    Answer
    সমাধান : বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
             `a^2 - b^2 + c^2`
    
            এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
            `a^2 + b^2 + c^2`
    
            `a^2 - b^2 + c^2`
            ________________
           `2a^2 + 0 + 2c^2`
    
         নির্ণেয় বিয়োগফল `2a^2 + 2c^2`






    1. Report
  4. Question:নিচের ভগ্নাংশ-যুগল সমতুল কিনা নির্ধারণ কর : (ক) `৫/৮, (১৫)/(২৪)` (খ) `৭/(১১), (১৪)/(৩৩)` (গ) `(৩৮)/(৫০), (১১৪)/(১৫০)` 

    Answer
    এখানে,
    
      (ক)  প্রথম ভগ্নাংমের লব` xx` দ্বিতীয় ভগ্নাংশের হর` = ৫ xx ২৪` = ১২০ 
    
            প্রথম ভগ্নাংশের হর` xx ` দ্বিতীয় ভগ্নাংশের লব `= ৮ xx ১৫` = ১২০
    
            যেহেতু গুণফলদ্বয় সমান
    
            সুতরাং` ৫/৮, (১৫)/(২৪)` ভগ্নাংশ-যুগল সমতুল (উত্তর) 
    
    
    
    (খ) এখানে,
    
        প্রথম ভগ্নাংশের লব` xx ` দ্বিতীয় ভগ্নাংশের হর` = ৭ xx ৩৩` = ২৩১
    
        প্রথম ভগ্নাংশের হর ` xx `দ্বিতীয় লব` = ১১ xx ১৪` = ১৫৪
    
       যেহেতু গুণফলদ্বয় সমান নয়
    
        সুতরাং ` ৭/(১১), (১৪)/(৩৩)` ভগ্নাংশ-যুগল সমতুল নয় । (উত্তর)
    
    (গ)  এখানে,
    
          প্রথম ভগ্নাংশের লব` xx` দ্বিতীয় ভগ্নাংশের হর
    
           = ৩৮` xx` ১৫০
    
          = ৫৭০০
    
         প্রথম ভগ্নাংশের হর` xx `দ্বিতীয় ভগ্নাংশের লব 
    
        = ৫০` xx` ১১৮ = ৫৭০০
    
       যেহেতু গুণফলদ্বয়ের সমান
    
       সেহেতু `(৩৮)/(৫০), (১১৪)/(১৫০)` ভগ্নাংশ-যুগল সমতুল । (উত্তর)






    1. Report
  5. Question:নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর : (ক) `২/৫, ৭/(১০), ৯/(৪০)` (খ) `(১৭)/(২৫), (২৩)/(৪০), (৬৭)/(১২০)` 

    Answer
    (ক) প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৫, ১০, ৪০ এর ল সা গু = ৪০
    
        প্রথম ভগ্নাংশ` = ২/৫, = (২ xx ৮)/(৫ xx ৮) = (১৬)/(৪০)`
    
        [যেহেতু` ৪০ -: ৫ = ৮`]
    
        দ্বিতীয় ভগ্নাংশ` = ৭/(১০) = (৭ xx ৪)/(১০ xx ৪) = (২৮)/(৪০)`
    
        [ যেহেতু `৪০ -: ১০ = ৪`]
    
        তৃতীয় ভগ্নাংশ` = ৯/(৪০) = (৯ xx ১)/(৪০ xx ১) = ৯/(৪০)` 
    
        [যেহেতু` ৪০ -:  ৪০ = ১`]
    
       :. সমহর বিশিষ্ট ভগ্নাংশ` = (১৬)/(৪০), (২৮)/(৪০), ৯/(৪০)`  (উত্তর)
    
    
    (খ) প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ২৫, ৪০, ১২০ এর ল সা গু = ৬০০
    
         প্রথম ভগ্নাংশ` = (১৭)/(২৫) = (১৭ xx ২৪)/(২৫ xx ২৪) = (৪০৮)/(৬০০)` 
    
         [ যেহেতু` ৬০০ -: ২৫ = ২৪`]
    
         দ্বিতীয় ভগ্নাংশ` = (২৩)/(৪০) = (২৩ xx ১৫)/(৪০ xx ১৫) = (৩৪৫)/(৬০০)` 
    
         [ যেহেতু` ৬০০ -: ৪০ = ১৫`]
    
         তৃতীয় ভগ্নাংশ` = (৬৭)/(১২০) = (৬৭ xx ৫)/(১২০ xx ৫) = (৩৩৫)/(৬০০)` 
    
        [ যেহেতু` ৬০০ -: ১২০ = ৫`]
    
       :. সমহর বিশিষ্ট ভগ্নাংশ` = (৪০৮)/(৬০০), (৩৪৫)/(৬০০), (৩৩৫)/(৬০০)`  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd