1. Question:একটি আয়তকার চেীবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার। উক্ত চেীবাচ্চাটি পানিভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? 

    Answer
    দেওয়া আছে, 
    
     চেীবাচ্চার দৈর্ঘ্য  = ৫.৫ মিটার
    
         = `৫.৫ xx ১০০` সে.মি
    
          [;. ১ লিটার = ১০০ সে.মি]
    
        = ৫৫০ সে.মি.
    
      চেীবাচ্চার প্রস্থ = ৪ মিটার
    
        =` ৪ xx ১০০` সে.মি
    
        = ৪০০ সে.মি
    
    
      চেীবাচ্চার উচ্চতা = ২ মিটার
    
            = `২ xx ১০০` সে.মি
    
            = ২০০ সে.মি
    
      চেীবাচ্চার আয়তন
    
       = দৈর্ঘ্য `xx` প্রস্থ `xx` উচ্চতা
    
       = ৫৫০ সে.মি `xx` ৪০০ সে.মি `xx` ২০০ সে.মি
    
       = ৪৪০০০০০০ ঘন সে.মি.
    
       = `(৪৪০০০০০০)/(১০০০)` লিটার [;. ১ লিটার = ১০০০ ঘন সে.মি]
    
       = ৪৪০০০ লিটার
    
        আবার, ১ লিটার পানির ওজন ১ কিলোগ্রাম
    
        :. ৪৪০০০ লিটার পানির ওজন `(১ xx ৪৪০০০)` কিলোগ্রাম
    
          = ৪৪০০০ কিলোগ্রাম।
    
        :. চেীবাচ্চার পানির আয়তন ৪৪০০০ লিটার এবং পানির ওজন ৪৪০০০ কিলোগ্রাম।
    
        উত্তর: ৪৪০০০ লিটার এবং ৪৪০০০ কিলোগ্রাম।






    1. Report
  2. Question:আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১.৯০ টাকা দরে ঘাস লাগাতে ১০২৬০.০০ টাকা ব্যয় হয়। প্রতি মিটার ২.৫০ টাকা দরে ঐ মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? 

    Answer
    মনে করি,
    
     আয়তকার ক্ষেত্রটির প্রস্থ = x মিটার
    
     :.   ,,       ,,       ,,   দৈর্ঘ্য = ১.৫ মিটার
    
                        = `(১৫x)/(১০)` ,,
    
                        = `(৩x)/২`  ,,
    
      আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফলটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য `xx` প্রস্থ
    
                     = `(৩x^২)/২ xx x` বর্গমিটার
    
                     = `(৩x^২)/২` বর্গমিটার
    
     আবার,
    
       ১.৯০ টাকা খরচ হয়, ১ বর্গমিটার ঘাস লাগাতে
    
      :. ১ টাকা খরচ হয়, `১/(১.৯০)`  বর্গমিটার ঘাস লাগাতে
    
       ১০২৬.০০  টাকা খরচ হয়, `(১ xx ১০২৬০.০০)/(১.৯০)` বর্গমিটার ঘাস লাগাতে
    
                       = ৫৪০০ বর্গমিটার ঘাস লাগাতে
    
       :. ক্ষেত্রফলটির ক্ষেত্রফল ৫৪০০ বর্গমিটার
    
      শর্তমতে,
          
         `(৩x^২)/২` = ৫৪০০
    
         ` ৩x^২` = ১০৮০০
    
         `x^২`   =` (১০৮০০)/৩`
    
          `x^২`  = ৩৬০০
    
          `x   = sqrt(৩৬০০)`
    
         :. x = ৬০
    
       :. ক্ষেত্রটির প্রস্থ = ৬০ মিটার
    
       এবং   ,,     দৈর্ঘ্য  = `(৩ xx ৬০)/২` মিটার
    
                            = ৯০ মিটার
    
      :. আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
    
                                  = ২ (৯০ + ৬০) মিটার
    
                                  = `২ xx ১৫০` মিটার
    
                                  = ৩০০ মিটার
    
      প্রতি মিটার বেড়া দিতে ব্যয় হয় ২.৫০ টাকা
    
      :. ৩০০ মিটার বেড়া দিতে ব্যয় হয়` ৩০০ xx ২.৫০` টাকা।
    
                       = ৭৫০ টাকা।
    
      ;. মাঠের চারদিকে বেড়া দিতে ব্যয় হয় ৭৫০ টাকা।
    
       উত্তর: ৭৫০ টাকা।






    1. Report
  3. Question:একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? 

    Answer
    মনে করি,
    
       ঘরের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার
    
        :. ঘরের ক্ষেত্রফল = xy বর্গমিটার
    
         xy বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় ৭২০০ টাকা
    
        :. প্রতি বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় `(৭২০০)/(xy)`  টাকা
    
        আবার, প্রস্থ ৩ মি. কম হলে ঘরটির প্রস্থ হতো (y - ৩) মি.
    
        তখন ক্ষেত্রফল হতো x(y - ৩) বর্গমিটার
    
        প্রস্থ ৩ মিটার কম হলে খরচ  হতো ৫৭৬ টাকা
    
        প্রস্থ ৩ মিটার কম হলে খরচ হতো
    
                  (৭২০০ - ৫৭৬) টাকা
    
                = ৬৬২৪ টাকা।
    
        সুতরাং x(y - ৩) বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় ৬৬২৪ টাকা।
    
        :. প্রতি বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয়` (৬৬২৪)/(x(y - ৩)` টাকা
    
         শর্তমতে, `(৭২০০)/(xy) = (৬৬২৪)/(x(y - ৩)`
    
          বা, `(৭২০০)/y = (৬৬২৪)/(y - ৩)`
    
                      [উভয় পক্ষকে x দ্বারা গুণ করে। এখানে `x !=  0`]
    
          বা, ৭২০০y - ২১৬০০ = ৬৬২৪y
    
          বা, ৭২০০y - ৬৬২৪y = ২১৬০০
    
          বা, ৫৭৬y = ২১৬০০
    
         বা, y = `(২১৬০০)/(৫৭৬)`
    
           :. y = ৩৭.৫
    
         :. ঘরের প্রস্থ ৩৭.৫ মিটার।
    
         উত্তর: ৩৭.৫ মিটার।






    1. Report
  4. Question:৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ঐ পথ বাঁধানোর খরচ কত? 

    Answer
    দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার
    
     এবং বাগানের প্রস্থ ৬০ মিটার
    
    :. বাগানের ক্ষেত্রফল = `(৮০ xx ৬০)` বর্গমিটার
    
                         = ৪৮০০ বর্গমিটার
    
     বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্থ একটি রাস্তা আছে।
    
     :. রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = `(৮০ - ৪ xx ২)` মি.
    
                                  = (৮০ - ৮) মিটার
    
                                  = ৭২ মিটার
    
     রাস্তা বাদে বাগানের প্রস্থ = `(৬০ - ৪ xx ২)` মি.
    
                             = (৬০ - ৮) মিটার
    
                             = ৫২ মিটার
    
     :. রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল
    
     = `(৭২ xx ৫২)` বর্গমিটার = ৩৭৪৪ বর্গমিটার
    
      :. রাস্তার ক্ষেত্রফল = (৪৮০০ - ৩৭৪৪) ব.মি.
    
                        = ১০৫৬ বর্গমিটার।
    
     প্রতি বর্গমিটার পথ বাঁধানো খরচ হয় ৭.২৫ টাকা
    
     :. ১০৫৬ বর্গমিটার পথ বাঁধানো খরচ হয় `(১০৫৬ xx ৭.২৫)`’’  টাকা
    
                              = ৭৬৫৬ টাকা।
    
     :. পথটি বাঁধানো খরচ হয় ৭৬৫৬ টাকা।
    
      উত্তর: ৭৬৫৬ টাকা।






    1. Report
  5. Question:২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চেীবাচ্চায় ২৮.৯০০ লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট কত খরচ হবে? 

    Answer
    মনে করি, বর্গাকৃতি চেীবাচ্চাটির তলার এক বাহুর দৈর্ঘ্য a সে.মি
    
    :. বর্গাকৃতি চেীবাচ্চাটির তলার ক্ষেত্রফল `a^2` বর্গ সে.মি
    
     দেওয়া আছে, চেীবাচ্চাটির গভীরতা ২.৫ মিটার
    
       = `(২.৫ xx ১০০)` সে.মি
    
       = ২৫০ সে.মি
    
      :. চেীবাচ্চাটির ভিতরের আয়তন = `(২৫০ xx a^২ )`
    
      ঘন সে.মি  = ২৫০ ঘন সে.মি
    
     আবার চেীবাচ্চাটিতে পানি ধরে ২৮৯০০ লিটার
    
     সুতরাং চেীবাচ্চার ভিতরের আয়তন
    
     = `(২৮৯০০ xx ১০০০)` ঘন সে.মি
    
                [১ লিটার = ১০০০ ঘন সে.মি]
    
     = ২৮৯০০০০০ ঘন সে.মি
    
     শর্তমতে, `২৫০a^২`= ২৮৯০০০০০
    
     বা, `a^২  = (২৮৯০০০০০)/(২৫০)`
    
      বা, `a^২  = ১১৫৬০০`
    
       বা, a =` sqrt(১১৫৬০০)`
    
       :. a = ৩৪০
    
      :. বর্গাকার চেীবাচ্চার ভিতরের প্রতিটি তলের বাহুর 
    
       দৈর্ঘ্য = ৩৪০ সে.মি
    
       =` (৩৪০)/(১০০)` মিটার = ৩.৪ মিটার
    
      :. চেীবাচ্চাটির তলার ক্ষেত্রফল = (৩.৪) বর্গমিটার
    
           = ১১.৫৬ বর্গমিটার
    
     এবং চেীবাচ্চার পাশের প্রতিটি তলের ক্ষেত্রফল
    
      =` (৩.৪ xx ২.৫)` বর্গমিটার
    
      = ৮.৫ বর্গমিটার
    
     সুতরাং চেীবাচ্চার ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল
    
      = `(১১.৫৬ + ৪ xx ৮.৫)` বর্গমিটার
    
      = ৪৫.৫৬ বর্গমিটার
    
      প্রতি বর্গমিটার সীমার পাত লাগাতে খরচ হয় ১২.৫০ টাকা
    
     :. ৪৫.৫৬  বর্গমিটার সীমার পাত লাগাতে খরচ হয় `(১২.৫০ xx ৪৫.৫৬)` টাকা
    
        = ৫৬৯.৫০ টাকা।
    
      :. চেীবাচ্চাটির ভিতরের সীসার পাত লাগাতে খরচ হয় ৫৬৯.৫০ টাকা।
    
       উত্তর: ৫৬৯.৫০ টাকা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd