Question:শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা-মূলধন ২০৫০ টাকা হবে?
Answer
সমাধান:
প্রথম ক্ষেত্রে সময় n = ৬ বছর
    মনে করি, মূলধন P টাকা এবং মুনাফার হার r%
   ৬ বছরের মুনাফা A = 2P টাকা
   ৬ বছরের মুনাফা I = (২P - P) টাকা
                           = P  টাকা
   আমরা জানি, I = Prn
          বা, r = `I/(pn)`
   অর্থাৎ মুনাফার হার = মুনাফা/মূলধন `xx` সময়
  :. মুনাফার হার 
  `= P/(P xx ৬)`
    = `১/৬`
    = `১/৬ xx ১০০ xx ১/(১০০)`
    = `(৫০)/৩ xx ১/(১০০)`
    = `(৫০)/৩%`
    আবার, দ্বিতীয় ক্ষেত্রে
    মনে করি, মূলধন = P টাকা
    দেওয়া আছে,
    সময় n = ৪ বছর
    মুনাফা-মূলধন A = ২০৫০ টাকা
    মুনাফা I = A - P
     = (২০৫০ - P) টাকা
    মুনাফার হার r = `(৫০)/৩ %`
    আমরা জানি, I = Prn
    বা, ২০৫০ - P =` P xx (৫০)/৩  % xx ৪`
    বা, ২০৫০ - P = `P xx (৫০)/৩ xx ১/(১০০) xx ৪`
    বা, ২০৫০ - P =` ২P/৩`
    বা, ২P = ৬১৫০ - ৩ P
    বা, ২P + ৩P = ৬১৫০
    বা, ৫P = ৬১৫০
    বা, P =` (৬১৫০)/৫`
     :.P  = ১২৩০
     :. নির্ণেয় আসল ১২৩০ টাকা
      উত্তর: ১২৩০ টাকা
     বিকল্প পদ্ধতি:
     মনে করি মৃলধন টাকা
     তাহলে মুনাফা-মূলধনে দ্বিগুণ 
     = `(১০০ xx ২)` টাকা
     = ২০০ টাকা
    :. মুনাফা হবে (২০০ - ১০০) টাকা 
     = ১০০ টাকা
     ১০০ টাকার ৬ বছরের মুনাফা ১০০ টাকা 
    :. ১০০  টাকার ১ বছরের মুনাফা`( ১০০)/৬` টাকা 
    :. ১০০ টাকার ৪ বছরের মুনাফা `(১০০ xx ৪)/৬` টাকা 
                = `(২০০)/৩` টাকা
     :. মুনাফা-মূলধন = `(১০০ + (২০০)/৩)` টাকা
                          = `((৩০০ + ২০০)/৩)` টাকা
                          = `(৫০০)/৩` টাকা
     সুতরাং
     মুনাফা-মূলধন `(৫০০)/৩` টাকা হলে মূলধন ১০০ টাকা
   :. মুনাফা-মূলধন ১ টাকা হলে মূলধন `(১০০ xx ৩)/(৫০০)`  টাকা
   :.  মুনাফা-মূলধন ২০৫০  টাকা হলে মূলধন `(১০০ xx ৩ xx ২০৫০)/(৫০০)` টাকা
                                = ১২৩০ টাকা
   :. নির্ণেয় মূলধন ১২৩০ টাকা
    উত্তর: ১২৩০ টাকা