1. Question:একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

    Answer
    দেওয়া আছে, 
    
       বর্গাকার ক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য = ৩০০ মিটার
    
      :. বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল =` ৩০০^2` বর্গ মিটার
    
                                     = ৯০০০০ বর্গ মিটার
    
       ক্ষেত্রটির বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে।
    
       :. রাস্তাসহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য
    
           =` (৩০০ + ৪ xx ২)` মিটার
    
           = (৩০০ + ৮) মিটার
    
           = ৩০৮ মিটার
    
       :. রাস্তাসহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল
    
          =` ৩০৮^2` বর্গ মিটার
    
          = ৯৪৮৬৪ বর্গ মিটার
    
      :. রাস্তার ক্ষেত্রফল = (৯৪৮৬৪ - ৯০০০০) বর্গ মি.
    
                         = ৪৮৬৪ বর্গ মিটার
    
        সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ৪৮৬৪ বর্গ মিটার।
    
        উত্তর: ৪৮৬৪ বর্গ মিটার।






    1. Report
  2. Question:একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে, উচ্চতা নির্ণয় কর। 

    Answer
    আমরা জানি,
    
       ত্রিভূজাকৃতি জমির ক্ষেত্রফল `= ১/২ xx`  ভূমি `xx` উচ্চতা
    
      এখানে জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
    
       ভূমির দৈর্ঘ্য = ২২ মিটার
    
       উচ্চতা = ?
    
       :. ২৬৪ বর্গমিটার` = ১/২ xx ২২` মিটার`xx`  উচ্চ্তা
    
       বা, ১১ মিটার` xx`  উচ্চতা = ২৬৪ বর্গমিটার
    
       বা উচ্চতা `= (২৬৪)বর্গমিটার)/(১১)` মিটার
    
        :. উচ্চতা = ২৪ মিটার
    
        :. নির্ণেয় উচ্চতা ২৪ মিটার
    
        উত্তর: ২৪ মিটার।






    1. Report
  3. Question:একটি চেীবাচ্চায় ১৯২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে, দৈর্ঘ্য কত? 

    Answer
    চেীবাচ্চায় পানি ধরে ১৯২০০ লিটার
    
     কাজেই, চেীবাচ্চার আয়তন
    
      = ১৯২০০ লিটার
    
      = `১৯২০০ xx ১০০০ `ঘন সে.মি
    
                   [:. ১ = ১০০০ ঘন সে.মি]
    
      = ১৯২০০০০০ ঘন সে.মি.
    
      দেওয়া আছে,
    
       চেীবাচ্চাটির প্রস্থ = ২.৫ মিটার
    
                       = `২.৫ xx ১০০` সে.মি
    
                      = ২৫০ সে.মি
    
       চেীবাচ্চাটির গভীরতা = ২.৫৬ মিটার
    
                            =` ২.৫৬ xx ১০০`
    
                            = ২৫৬ সে.মি
    
       মনে করি, চেীবাচ্চাটির দৈর্ঘ্য x সে.মি
    
        তাহলে,
    
        চেীবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য`xx` প্রস্থ `xx` গভীরতা
    
          =`x xx ২৫০ xx ২৫৬` ঘন সে.মি
    
          = ৬৪০০০x ঘণ সে.মি
    
         সুতরাং ৬৪০০০x = ১৯২০০০০০
    
          বা, x = `(১৯২০০০০০)/(৬৪০০০)`
    
         :. x = ৩০০
    
        :. চেীবাচ্চাটির দৈর্ঘ্য ৩০০ সে.মি
    
          = `(৩০০)/(১০০)` মিটার
    
          = ৩ মিটার।
    
         উত্তর: ৩ মিটার।






    1. Report
  4. Question:স্বর্ন পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? 

    Answer
    দেওয়া আছে,
    
      স্বর্ণের বারের দৈর্ঘ্য = ৭.৮ সে.মি
    
     ,,          ,,        প্রস্থ = ৬.৪ সে.মি
    
     এবং   ,,          ,,  উচ্চতা  = ২.৫ সে.মি
    
     :. স্বর্ণের বারের আয়তন 
    
      = দৈর্ঘ্য `xx` প্রস্থ `xx` উচ্চতা
    
      = `(৭.৮ xx ৬.৪ xx ২.৫)` ঘন সে.মি
    
      = ১২৪.৮ ঘন সে.মি.
    
      আমরা জানি,
    
       ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম
    
       যেহেতু, স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী
    
       সুতরাং ১ ঘন সে.মি. স্বর্ণের ওজন ১৯.৩ গ্রাম
    
     :. ১২৮.৮      ,,           ,,   `(১৯ xx ১২৪.৮)` গ্রাম
    
                     = ২৪০৮.৬৪ গ্রাম
    
      সুতরাং স্বর্ণের বারের ওজন ২৪০৮.৬৪ গ্রাম।
    
       উত্তর: ২৪০৮.৬৪ গ্রাম।






    1. Report
  5. Question:2a + 5b এর বর্গ নির্ণয় কর। 

    Answer
    `(2a + 5b)^2`
    
             `= (2a)^2 + 2. 2a. 5b + (5b)^2`
    
             `= 4a^2 + 20ab + 25b^2`
    
        উত্তর :`4a^2 + 20ab + 25b^2`






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd