Question:২২.> জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে 3 বছর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় কর।
Answer
ধরি জেমির ঋণের পরিমাণ x টাকা এবং সিমির ঋণের পরিমাণ y টাকা।
আমরা জানি মুনাফা = মূলধন`xx` মুনাফার হার x সময়
:. 10% হারে জেমির ঋণের 2 বৎসর সুদ `= (x xx (10)/(100) xx 2) `টাকা
`= x/5` টাকা
10% হারে সিমির ঋণের 3 বৎসর সুদ `= (y xx (10)/(100) xx 3)` টাকা
=` (3y)/(10)` টাকা
জেমির মুনাফা আসল `= (x + x/5)` টাকা `= ((5x + x)/5)` টাকা `= (6x)/5` টাকা
সিমির মুনাফা আসল `= (y + (3y)/(10)` টাকা `= ((10y + 3y)/(10)` টাকা
`= (13y)/(10)` টাকা
প্রশ্নমতে,` (6x)/5 = (13y)/(10)`
বা, 60x = 65y [আড়গুণন করে]
বা,` x/y = (65)/(60)`
বা,` x/y = (13)/(12)`
:. x : y = 13 : 12
Ans. জেমি ও সিমির ঋণের পরিমাণের অনুপাত 13 : 12
মনে করি ABCD একটি আয়তকার জমি যার কর্ণ AC
দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত ` = 1/5 : 1/4`
= `1/5 xx 20 : 1/4 xx 20` [20 দ্বার গুণ করে ]
= 4 : 5 (Ans)
খ. ‘ক’ থেকে ধরি,
আয়তকার জমিটির দৈর্ঘ্য AB = 4x কর্ণ AC = 5x = BC
ΔABC থেকে,
`AC^2 = AB^2 + BC^2 [:. <B = 90^0`]
বা, `(5x)^2 = (4x)^2 + BC^2`
বা, `25x^2 - 16x^2 = BC^2`
বা, `BC^2 = 9x^2`
:. BC = 3x
:. দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত = 4x : 3x : 5x = 4 : 3 : 5 (Ans)
গ. ‘খ’ থেকে
ABCD আয়তকার জমির ক্ষেত্রফল = `(4x xx 3x) `বর্গ মি.
=` 12x^2` বর্গ মি.
প্রশ্নমতে,`12x^2 = 192`
বা, `x^2 = 16` [12 দ্বারা ভাগ করে]
`:.` আয়তকার জমির পরিসীমা = `2(4x + 3x)` মি. = 14x মি.
= `14 xx 4` মিটার
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a মি
`:.` বর্গক্ষেত্রে পরিসীমা = 4a মি.
প্রশ্নমতে, 4a = 56 : a = 14
`:.` বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =` a^2` বর্গ = `(14)^2` বর্গ মি.
= 196 বর্গ মিটার