1. Question:মামুন একটি পরীক্ষাতে অংশগ্রহন করল । পরীক্ষার প্রশ্নপত্রে মোট 35 টি প্রশ্ন আছে যার পূর্ণমান 100 এবং পরীক্ষার সময় 2 ঘন্টা । প্রশ্নপত্রটি রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সমন্বয়ে গঠিত । রচনামূলক প্রশ্নের মান এবং বহুনির্বাচনি প্রশ্নের মান 2 । ক. উপরের তথ্যকে বীজগাণিতিক সমীকরণে প্রকাশ কর । খ. রচনামূলক ও বহুনির্বাচনি সংখ্যা বের কর । গ. মামুন 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার সময়ের`7/2` গুণ সময় নেয় । সে 15 মিনিট আগে পরীক্ষা শেষ করে । 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সে কত সময় নেয় ? 

    Answer
    ক. মনে করি,  রচনামূলক প্রশ্নের সংখ্যা x
                 
     `:.` বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা `(35-x)`
        
      প্রশ্নানুসারে, `5x+(35-x)2= 100`.........(i)
    
    
      খ. ‘ক’ অংশ হতে পায়,
                       
       `5x+(35-x)2= 100`
                        
        বা, `5x+70-2x= 100`
                        
         বা,  `3x=100-70`
                        
         বা,  `3x=30`
                        
         বা,  `x= 30/3`
                              
         `:. x= 10`
                   
         `:.`রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                     
          এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা (35-10) টি বা,  25 টি
            
          Ans.10 টি, 25 টি ।
    
    
        গ. ‘খ‘ অংশ হতে পাই, 
                  রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                  এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা 25 টি
     মনে করি , 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সময় লাগে x মিনিট
      `:.`      1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সময় লাগে `(7x)/2` মিনিট
          আবার পরীক্ষার সময় = 2 ঘন্টা  বা, `(2xx60)` বা, 120 মিনিট
         প্রশ্নানুসারে,  `10xx(7x)/2+25x= 120-15`
                      বা, `35x+25x= 105`
                      বা,  `60x= 105`
                      বা,  `x= 105/60`
                         `:.  x= 7/4`
        `:.`   1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে মামুনের প্রয়োজনীয় সময় = `7/2 x`মিনিট
                                                                                 =`7/2xx7/4`মিনিট
                                                                                 = `6.125` মিনিট   (Ans.)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd