Question:ট্রানজিস্টর কী?
Answer
ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।
Question:ট্রানজিস্টর কী?
ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।
Question:ট্রানজিস্টরে ভূমি স্তর কী?
ট্রানজিস্টরের সরু p-টাইপ অঞ্চলকে ভূমি স্তর বলা হয়।
Question:স্পীকার কী?
স্পীকার হলো এমন একটি যন্ত্র যেটি মাইক্রোকোনের তড়িৎ সংকেতকে অনুরূপ শব্দে রূপান্তরিত করে।
Question:অডিও সংকেত কী?
মাইক্রোকোন শব্দকে যে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে তাকে অডিও সংকেত বলে।
Question:বাহক তরঙ্গ কাকে বলে?
অডিও তরঙ্গের সাথে যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যে তরঙ্গ মিশ্রিত করা হয় তাকে বাহক তরঙ্গ বলে।