আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স



  1. Question:কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে? 

    Answer
    যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার।






    1. Report
  2. Question:কম্পিউটারের সফটওয়্যার কী? 

    Answer
    সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয়।






    1. Report
  3. Question:ইন্টারনেট কী? 

    Answer
    ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি।






    1. Report
  4. Question:তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বোঝ? 

    Answer
    যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে। উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো মৌলে ১০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। এর অর্ধেক অর্থাৎ ৫০টি পরমাণুর ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।






    1. Report
  5. Question:তেজস্ক্রিয়তার উপকারিতা বর্ণনা কর। 

    Answer
    তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে চিকিৎসাবিজ্ঞানে, কৃষিক্ষেত্রে ও শিল্পকারখানাতে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার আজ বহুল প্রচলিত। এছাড়া বিভিন্ন রোগ যেমন কিডনির ব্লকেড, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd