Question:সমতল দর্পণ কী?
Answer
যে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
Question:সমতল দর্পণ কী?
যে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
Question:দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন?
কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। এর ফলে কাঁচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে আলোর প্রতিফলন হয়।
Question:প্রতিবিম্ব কাকে বলে?
কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয়, তাকে ঐ বিন্দুর প্রতিবিম্ব বলে।
Question:দর্পণে শম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন?
আমরা জানি, প্রতিফলনের ক্ষেত্রে, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। যেহেতু দর্পণে আপতিত রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ `0^0` হয়, তাই প্রতিফলন কোণও `0^0` হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মি `0^0` কোণে একই পথে ফিরে আসে।
Question:লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে?
লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার ম্যধ দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়।