আলোর প্রতিফলন



  1. Question:ক্রান্তি কোণ বলতে কী বোঝায়? 

    Answer
    ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আপতন কোণের যে প্রতিসরণ কোণ `90^0` হয় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। একে `thetac` দ্বারা প্রকাশ করা হয়।
    ঘন মাধ্যম থেকে আলোরশ্মির ক্রান্তি কোণে আপতরেন ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি মার্ধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে যায়। এবং আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।






    1. Report
  2. Question:গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুতে কী বলে? 

    Answer
    গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।






    1. Report
  3. Question:অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ: পুরু তাকে অবতল লেন্স বলে।
    অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় অপসারী গুচ্ছে পরিণত হয় বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।






    1. Report
  4. Question:পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের শর্ত কয়টি? 

    Answer
    দুটি।






    1. Report
  5. Question:সমতল দর্পণে বিম্বের পার্শ্ব-পরিবর্তন বল কী বোঝায়? 

    Answer
    কোনো বিস্তৃত লক্ষ্যবস্তুর ডান ও বামপাশকে যথাক্রমে ওই বস্তুর প্রতিবিম্বের বাম ও ডানপাশ হিসেবে দেখা যাওয়াকে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন বা পাশ উল্টানো বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd