Question:ক্রান্তি কোণ বলতে কী বোঝায়?
Answer
ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আপতন কোণের যে প্রতিসরণ কোণ `90^0` হয় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। একে `thetac` দ্বারা প্রকাশ করা হয়। ঘন মাধ্যম থেকে আলোরশ্মির ক্রান্তি কোণে আপতরেন ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি মার্ধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে যায়। এবং আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।