Question:শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলে?
Answer
শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে বলে কর্ণিয়া।
Question:শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলে?
শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে বলে কর্ণিয়া।
Question:সমতল দর্পণ সর্বদাই অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে কেন ব্যাখ্যা কর।
সমতল দর্পণে প্রতিফলনের পর আলোকরশ্মিগুচ্ছ পরস্পরের সাপেক্ষে অপসারী হয় বলে বাস্তব কোনো বিন্দুতে ছেদ করতে পারে না। এ কারণেই সমতল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। বিন্দুলক্ষবস্তু হতে একটি রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে একই পথে প্রতিফলিত হয়। অপর একটি আলোকরশ্মি দর্পণে নির্দিষ্ট কোণে আপতিত হলে একই কোণে প্রতিফলিত হয়। এ দুটি আলোরশ্মি একে অপর হতে দূরে সরে যায় অর্থাৎ মিলিত হয় না। কিন্তু এদেরকে পেছন দিকে বর্ধিথ করলে যে বিন্দুতে মিলিত হয় সেখানে বিন্দু লক্ষ বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়।
Question:গোলীয় দর্পণ কাকে বলে?
প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ এবং গোলীয় হয় অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
Question:সমতল দর্পণে দেখা প্রতিবিম্ব কী ধরণের ব্যাখ্যা কর।
সমতল দর্পণে প্রতিবিম্বের ক্ষেত্রে তা দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত দর্পণ থেকে বিম্বের দূরত্বও তত হয়। প্রতিবিম্বের আকার লক্ষবস্তুর আকারের সমান হয়। সমতল দর্পণে প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হয়।
Question:রৈখিক বিবর্ধন কাকে বলে?
বিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।