আলোর প্রতিসরণ



  1. Question:রৈখিক বিবর্ধন 10 বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। 

    Answer
    রৈখিক বিবর্ধন 10 বলতে বোঝায় যে, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যের অনুপাত 10। অর্থাৎ বিম্বটি লক্ষবস্তুর 10 গুণ বড় হবে।






    1. Report
  2. Question:কে চোখের আকৃতি ঠিক রাখে? 

    Answer
    শ্বেতমন্ডল চোখের আকৃতি ঠিক রাখে।






    1. Report
  3. Question:ক্রান্তি কোণ ব্যাখ্যা কর। 

    Answer
    ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের বেলায় আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বৃহত্তর মানের হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। এক পর্যায়ে আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ সর্বোচ্চ অর্থাৎ `90^0` হয় এবং প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায়, এই আপতন কোণকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।






    1. Report
  4. Question:মাধ্যম পরিবর্তনের সময় আলোর প্রতিসরণ ঘটে কেন? 

    Answer
    বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন তাই মাধ্যম পরিবর্তনের সময় আলোর প্রতিসরণ ঘটে।






    1. Report
  5. Question:অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক ধরা হয় কেন? 

    Answer
    প্রতিটি লেন্সেই অভিসারী অথবা অপসারী ক্ষমতাসম্পন্ন। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী গুচ্ছে পরিণত করার ক্ষমতাকে ধনাত্মক ধরা হয়। উত্তল লেন্স এই ধরনের ক্ষমতাসম্পন্ন। কিন্তু অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী গুচ্ছে পরিণত করে বলে এর ক্ষমতাকে ঋণাত্মক ধরা হয়। এক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছকে যত কাছে অপসারী করতে পারবে, অবতল লেন্সের ক্ষমতা তত বেশি বিবেচনা করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd