আলোর প্রতিসরণ



  1. Question:দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলতে কী বুঝ? 

    Answer
    চোখের সামনে কোনো বস্তু রাখলে রেটিনায় তার প্রতিবিম্ব গঠিত হয় এবং আমরা বস্তুটি দেখতে পাই। এখন যদি চোখের সম্মুখ থেকে বস্তুকে সরিয়ে নেওয়া হয় তাহলে সরিয়ে নেওয়ার 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কে দর্শানুভূতির স্থায়িত্বকাল বলে।






    1. Report
  2. Question:লেন্সের প্রধান ফোকাস কাকে বলে? 

    Answer
    লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে।






    1. Report
  3. Question:লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের উপর কীভাবে নির্ভর করে? 

    Answer
    লেন্স উত্তল বা অবতল যাই হোক না কেন এর ক্ষমতা এবং ফোকাস দূরত্ব এর মধ্যকার সম্পর্ক হলো p = 1/f। সুতরাং দেখা যাচ্ছে, লেন্সের ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা বেশি এবং যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি তার ক্ষমতা কম।






    1. Report
  4. Question:এক ডায়াপ্টর কাকে বলে? 

    Answer
    েএক মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডায়াপ্টর বলে।






    1. Report
  5. Question:মরীচিকা কাকে বলে? 

    Answer
    দিনের বেলায় প্রখর সূর্যালোকে মরুভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দূরবর্তী কোনো গাছের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক যেমন জলাশয়ের পানিতে গাছের প্রতিবিম্ব দেখা যায়। মরুভূমির এরূপ দৃষ্টি ভ্রমকে মরীচিকা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd