আলোর প্রতিসরণ



  1. Question:লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? 

    Answer
    লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে।






    1. Report
  2. Question:আইরিশ কী? 

    Answer
    আইরিশ হলো চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা।






    1. Report
  3. Question:অ্যাকুয়াস হিউমার কী? 

    Answer
    কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ ও লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে।






    1. Report
  4. Question:চোখের উপযোজন কাকে বলে? 

    Answer
    যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে।






    1. Report
  5. Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কাকে বলে? 

    Answer
    যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রন্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd