আলোর প্রতিসরণ



  1. Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? 

    Answer
    েআলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবতর্ে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।






    1. Report
  2. Question:শীতকালে ঐ ধরনের ঘটনা দেখা যায়নি কেন? 

    Answer
    শীতকালে উপরেরা বায়ুস্তর হালকা এবং ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঘন থাকে। আলোক রশ্মি উপরের হালকা মাধ্যম থেকে নিচের ঘন মাধ্যমে আপতিত হলে, কোনো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। এজন্য শীতকালে রাস্তা ভেজা দেখা যায় না।






    1. Report
  3. Question:আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বিবৃত কর। 

    Answer
    একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক।






    1. Report
  4. Question:লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 

    Answer
    আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়।






    1. Report
  5. Question:লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাসের সংজ্ঞা দাও। 

    Answer
    লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্সের ক্ষেত্রে) অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (অবতল লেন্সের ক্ষেত্রে) সেই বিন্দুতে লেন্সের প্রধান ফোকাস বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd