আলোর প্রতিসরণ



  1. Question:লেন্সের ক্ষমতা -2.5d বলতে কী বুঝ? 

    Answer
    লেন্সের ক্ষমতা -2.5d বলতে আমরা দুটি বিষয় বুঝতে পারি। যথা-
    ১. লেন্সটি উত্তল না অবতল: অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক, সুতরাং এর ক্ষমতাও ঋণাত্মক হবে। সুতরাং লেন্সটি অবতল।
    ২. লেন্সের ফোকাস দূরত্ব: লেন্সটির ফোকাস দূরত্ব 1/2.5m = (40 cm) কাজেই লেন্সটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে 1/2.5m = (40 cm)  দূরে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে।






    1. Report
  2. Question:লেন্সের আলোক কেন্দ্র কী? 

    Answer
    কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্রেস পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে।






    1. Report
  3. Question:তারারন্ধ্র কী? 

    Answer
    চোখের আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে। একে চোখের মণি বা তারারন্ধ্র বলে।






    1. Report
  4. Question:কীভাবে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে? 

    Answer
    চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে। এটি রড ও কোন নামে কতগুলো স্নায়ুতন্ত্র দ্বারা তৈরি। এই তন্ত্রগুলো চক্ষু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। রেটিনার উপর আলো পড়লে তা ঐ স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে।






    1. Report
  5. Question:আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 

    Answer
    মানুষের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd