আলোর প্রতিসরণ



  1. Question:কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝ? 

    Answer
    কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে শূন্য মাধ্যম বা বায়ু থেকে আলো কাচে তীর্যকভাবে প্রবেশ করলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের মান হয় 1.5।






    1. Report
  2. Question:একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়? 

    Answer
    একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে আলোক নল বলা হয়।






    1. Report
  3. Question:কী কী শর্তে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? 

    Answer
    পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওযার শর্তগুলো হচ্ছে:
    ১. আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে।
    ২. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হবে।






    1. Report
  4. Question:আলোক প্রতিসরণের প্রথম সূত্রটি বিবৃত কর। 

    Answer
    আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব িএকই সমতলে থাকে।






    1. Report
  5. Question:কাচের ক্রান্তি কোণ `41^0`বলতে কী বোঝ? 

    Answer
    কাচের ক্রান্তি কোণ `41^0` বলতে বোঝায়-
    ১. কাচ মাধ্যম থেকে আরৈাক রশ্মি `41^0` কোণে কাচ ও বায়ু মাধ্যমের বিভেদতলে আপতিত হলে আলোক রশ্মি বিভেদতল ঘেষে চলে যাবে।
    ২.
    কাচ মাধ্যম থেকে আলোকরশ্মি সঙ্কট কোণে আপতিত হয়ে অভিলম্বের সাথে `90^0` কোণ তৈরি করবে অর্থাৎ প্রতিসরণ কোণ হবে `90^0`।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd