Question:কোনটি চক্ষু লেন্সের ওপডর আপতিত আরোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
Answer
আইরিস চক্ষু লেন্সের ওপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্র করে।
Question:কোনটি চক্ষু লেন্সের ওপডর আপতিত আরোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
আইরিস চক্ষু লেন্সের ওপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্র করে।
Question:কর্ণিয়া ও চক্ষুলেন্স এবং চক্ষুলেন্স ও রেটিনা এর মধ্যবর্তী স্থান কী দ্বারা পূর্ণ থাকে?
কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ লবণাক্ত পদার্থে পূর্ণ থাকে। এর নাম অ্যাকুউয়াস হিউমার যা অশ্রু হিসেবে পরিচিত। চক্ষু লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থান েএক প্রকার জেলীয় জাতীয় পদার্থে পূর্ণ থাকে যা ভিট্রিয়াস হিউমার নামে পরিচিত।
Question:রৈখিক বিবর্ধণ কাকে বলে?
বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বরে।
Question:দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী?
চোখের যে ত্রুটির ফলে চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না তাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে।
Question:এক চোখ বন্ধ করে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক কেন?
দুইটি বস্তুর পারস্পরিক অবস্থান, তাদের পারস্পরিক দূরত্ব এবং বস্তু সম্বন্ধে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখ প্রয়োজন। এক চোখ দিয়ে সুঁচ এবং সুতোর পারস্পরিক দূরত্ব সঠিকভাবে পরিমাপ করা যায় না। তাই এক চোখ বন্ধ রেখে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক।