Question:লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সংজ্ঞা দাও।
Answer
লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য dদিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
Question:লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সংজ্ঞা দাও।
লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য dদিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।
Question:উত্তল লেন্সে কী?
যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত বা কিনারার দিক ক্রমশ সরু হয় তাকে উত্তল লেন্স বলে।
Question:উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?
সমান্তরাল রশ্মিগুচ্ছকে কোনো উত্তল লেন্সের মধ্য দিয়ে পাঠালে প্রতিসরণের পর ঐ রশ্মিগুচ্ছ একটি বিন্দুমুখী অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এ কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।
Question:স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কী?
চোখে নিকটের দূরত্বে অবিস্থত বস্তুকে একটি স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায় যে দূরত্বকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে।
Question:চোখের কৃষ্ণমন্ডল প্রকৃতপক্ষে কী কাজ করে?
শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরন থাকে যাকে কৃষ্ণমন্ডল বলে। এই কালো আস্তরণের জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না। এই কালো আস্তরণ না থাকলে অথবা কালো আস্তরণের বদলে সাদা বা অন্য কোনো রঙের আস্তরণ থাকলে আলোর পুনঃ পুনঃ প্রতিফলন সম্ভব হতো এবং রেটিনায় গঠিত প্রতিবিম্ব অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো।