Question:এম আর আই এর পূর্ণরূপ কী?
Answer
এম আর আই এর পূর্ণ রূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।
Question:এম আর আই এর পূর্ণরূপ কী?
এম আর আই এর পূর্ণ রূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।
Question:আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ কেন?
বিভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে। অর্থাৎ কোনো মৌলের আইসোটোপসমূহে প্রোটনের সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রনের সংখ্যা বিভিন্ন হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা মৌলটিকে অনন্যরূপে সনাক্ত করে। কিন্তু নীতিগতভাবে একটি মৌলের যেকোনো সংখ্যক নিউট্রন থাকতে পারে। মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাই হলো এর ভর সংখ্যা। এর কারণেই কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা বিভিন্ন হয়। সুতরাং আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ।
Question:সমন্বিত বর্তনী কী?
সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যভহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গাল লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভুত থাকে।
Question:ইন্টারনেট দ্বারা কী কী কাজ করা যায়?
ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, ই-মেইল পাঠাতে ও গ্রহণ করতে পারি এবং ভিডিও কনফারেনসিং করতে পারি। আড্ডা দিতে পারি, গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকেট বুকিং দিতে পারি এবং ইলেকট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইন্টারনেটের সাহায্যে ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি।
Question:রেডিওথেরাপি কী?
রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজস্ক্রিয) বিকিরণের ব্যবহার।