তরঙ্গ ও শব্দ



  1. Question:জাতি (Timbre) কী? 

    Answer
    সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে গুণ বা জাতি বলে।






    1. Report
  2. Question:বাদুর কত হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরী করতে পারে? 

    Answer
    বাদুর 100000 হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরী করতে পারে।






    1. Report
  3. Question:তরঙ্গ বেগ কী? 

    Answer
    তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ের যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।






    1. Report
  4. Question:তরঙ্গশীর্ষ কাকে বলে? 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গশীর্ষ বলে।






    1. Report
  5. Question:কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd