Question:প্রতিধ্বনি কাকে বলে?
Answer
যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
Question:প্রতিধ্বনি কাকে বলে?
যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
Question:শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1s।
Question:সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন?
আমরা জানি, শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1s এ সময় অপেক্ষা কম সময়ের মধ্যে কোনো শব্দের প্রতিধ্বনি এলে তা আলাদা করে বোঝা যায় না। তাই বলা যায়, যদি প্রতিবন্ধকের দূরত্ব এমন হয় যে, প্রতিফলিত শব্দ বা প্রতিধ্বনি 0.1 সে হয় তবে প্রতিধ্বনি শোনা যায় না।
Question:পর্যায়কালকে কী দ্বারা প্রকাশ করা হয়?
পর্যায়কালকে T দ্বারা প্রকাশ করা হয়।
Question:সরল দোলগতি বলতে কী বোঝায়?
কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল যদি সর্বদা বস্তুর গতিপথের মধ্য বিন্দুর অভিমুখী হয় এবং ঐ বিন্দু থেকে বস্তুর সরণ সমানুপাতিক হয় তবে সেই বলের অধীনে বস্তুর গতিকে সরল দোলগতি বলে। যেমন- স্বল্প বিস্তারের সরল দোলকের গতি।