তরঙ্গ ও শব্দ



  1. Question:শব্দেতর কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    যে শব্দের কম্পাঙ্ক 20Hz এর চেয়ে কম তাকে শব্দেতর কম্পাঙ্ক বলে।






    1. Report
  2. Question:শব্দোত্তর কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000Hz এর চেয়ে বেশি থাকে তাকে শব্দোত্তর কম্পাঙ্ক বলে।






    1. Report
  3. Question:আল্ট্রাসনোগ্রাফি কাকে বলে? 

    Answer
    শব্দোত্তর কম্পনের সাহায্যে মানুষের দেহের অভ্যন্তরের ছবি তুলে রোগ নির্ণয় করার প্রক্রিয়াকে আল্ট্রাসনোগ্রাফি বলে।






    1. Report
  4. Question:সুরযুক্ত শব্দ কাকে বলে? 

    Answer
    শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।






    1. Report
  5. Question:শব্দের তীব্রতা কাকে বলে? 

    Answer
    শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd