Question:শব্দের তীব্রতা একক কী?
Answer
শব্দের তীব্রতার একক `Wm^(-2)`।
Question:শব্দের তীব্রতা একক কী?
শব্দের তীব্রতার একক `Wm^(-2)`।
Question:পানি তরঙ্গের বৈশিষ্ট্য লিখ।
পানিতরঙ্গ এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের বৈশিষ্ট্য নিম্নরূপ: (ক) মাধ্যমের কণাগুলো তরঙ্গপ্রবাহের দিকের সাথে সমকোণে স্পন্দিত হয়। (খ) মাধ্যমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে এই তরঙ্গ সঞ্চালিত হয়। (গ) একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।
Question:তরঙ্গ শীর্ষ কি?
অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গশীর্ষ বলে।
Question:শব্দ কী ধরনের তরঙ্গ? ব্যাখ্যা কর।
শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। সুতরাং এটি একটি যান্ত্রিক তরঙ্গ। তদুপরি, শব্দ মাধ্যমে সংকোচন ও প্রসারণ উৎপন্ন করে সঞ্চালিত হয় এবং শব্দেতরঙেগ্র দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সমান্তরাল। তাই এটি একটি যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরূপ তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন ও একটি প্রসারণ মিলে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।
Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে?
কোনা গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।