তরঙ্গ ও শব্দ



  1. Question:শব্দোত্তর ও শব্দেতর তরঙ্গ বলতে কি বুঝ? 

    Answer
    উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে শ্রাব্যতার পাল্লা বলে। তরঙ্গের পাল্লা 20,000Hz এর চেয়ে বেশি হলে তাকে শব্দোত্তর তরঙ্গ বলে এবং পাল্লা 20Hz এর কম হলে তাকে শব্দেতর তরঙ্গ বলে।






    1. Report
  2. Question:শব্দেতর কম্পনের সীমা কত? 

    Answer
    শব্দেতর কম্পনের সীমা হচ্ছে 1Hz থেকে 20Hz।






    1. Report
  3. Question:পুকুরের স্থির পানিতে ঢিল ছোঁড়া হলে উৎপন্ন তরঙ্গ কী ধরনের ব্যাখ্যা কর। 

    Answer
    পুকুরের পানিতে ঢিল ফেলা হলে উৎপন্ন তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। এক্ষেত্রে পানির কণার স্পন্দন হয় উলম্ব বরাবর কিন্তু তরঙ্গ আনুভূমিকভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ মাধ্যমের কণাগুলোর স্পন্দন ও তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর লম্ব। সুতরাং এ ধরনের তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ।






    1. Report
  4. Question:যান্ত্রিক তরঙ্গ কী? 

    Answer
    জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।






    1. Report
  5. Question:সরল ছন্দিত স্পন্দন বলতে কী বোঝ? 

    Answer
    যদি কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি পথ সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্যবস্থায় অভিমুখী হয়, তাহলে বস্তুকণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd