তরঙ্গ ও শব্দ



  1. Question:অনুপ্রস্ত তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে কী বলে? 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে তরঙ্গ পাদ বলে।






    1. Report
  2. Question:সকল স্পন্দনেই পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিই স্পন্দন নয়- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সমফ পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি। কিন্তু যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় যেকোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে এ ধরনের গতিসে স্পন্দন গতি বলে। যেমন- সরলদোলকের গতি।
    সুতরাং উপরের তথ্যের আপলোকে বলা যায় যে, সকল স্পন্দনই পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিই স্পন্দন নয়।






    1. Report
  3. Question:তরঙ্গবেগ কিসের ওপর নির্ভর করে? 

    Answer
    তরঙ্গবেগ মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে।






    1. Report
  4. Question:অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা কর। 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙগ্ বলে। যেমন- পানির তরঙ্গ, আলোক তরঙ্গ। একটি ঝুলন্ত দড়ির নিচের মাথায় আড়াআড়িভাবে ঝাঁকুনি দিতে থাকলে এর উপর অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হয়। ঐ তরঙ্গ দড়ির নিচ থেকে উপরের দিকে অগ্রসর হতে দেখা যায়। এক্ষেত্রে দড়ির উপর সৃষ্ট তরঙ্গ গতির অভিমুখ দড়িটির দৈর্ঘ্য বরাবর কিন্তু তরঙ্গ বহনকারী কণাগুলোর কম্পনের অভিমুখ এর দৈর্ঘ্যর লম্ব বরাবর সঞ্চালিত হয়।






    1. Report
  5. Question:শব্দানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে? 

    Answer
    কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কের থেকে যায়। এ সময়কালকে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd