তরঙ্গ ও শব্দ



  1. Question:আলো কী ধরনের তরঙ্গ? ব্যাখ্যা কর। 

    Answer
    আলো হল তাড়িত চৌম্বক তরঙ্গ। এ তরঙ্গ উৎপন্ন বা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তবে কেবলমাত্রা আলোকীয় স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়েই এ তরঙ্গ অতিক্রম করতে পারে। মাধ্যমভেদে আলোক তরঙ্গের বেগ ভিন্ন হয় এবং শূন্য মাধ্যমে আলোর বেগ `3xx10^8ms^(-1)`।






    1. Report
  2. Question:অনুপ্রস্থ তরঙ্গ কীভাবে সঞ্চালিত হয়? 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে স্পন্দরেন দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয়।






    1. Report
  3. Question:অনুপ্রস্থ তরঙ্গ কীভাবে সঞ্চালিত হয়? 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে স্পন্দরেন দিকের সাথে সমকোণে সঞ্চালিত হয়।






    1. Report
  4. Question:প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ ব্যাখ্যা কর। 

    Answer
    প্রতিধ্বনির ব্যবহার দ্বারা কূপের, সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব। বাদুরসহ বেশ কয়েকটি প্রাণী প্রতিধ্বনি ব্যবহার করে পথ চলে। শব্দের বেগ জানা থাকলে প্রতিধ্বনির ধর্ম ব্যবহার করে দূরবর্তী পাহাড়, দেওয়াল ও অন্যান্য প্রতিফলকের দূরত্ব নির্ণয় করা যায়। পক্ষান্তরে প্রতিফলকের দূরত্ব জানা থাকলে প্রতিধ্বনির মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করা সম্ভব।






    1. Report
  5. Question:প্রতিধ্বনি কেন সৃষ্টি হয়? 

    Answer
    শব্দের প্রতিফলনের কারণে প্রতিধ্বনি সৃষ্টি হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd