তরঙ্গ ও শব্দ



  1. Question:বাদুর কীভাবে পথ চলে- ব্যাখ্যা কর। 

    Answer
    বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করে সামনে ছড়িয়ে দেয়। ঐ শব্দ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার বাদুরের কাছে চলে আসে। ফিরে আসা শব্দ শুনে বুঝতে পারে যে সামনে কোনো বস্তু আছে কিনা। যদি বাধা পেয়ে শব্দ ফিরে না আসে তবে বুঝতে পারে যে ফাঁকা জায়গা আছে, সেই পথ বরাবর সে উড়ে চলে।






    1. Report
  2. Question:বৈদ্যুতিক তারে ঝুলন্ত মরা বাদুর দেখা যায় কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করে সামনে ছড়িয়ে দেয়। যদি বাধা পেয়ে শব্দ ফিরে না আসে তবে বুঝতে পারে যে ফাকা জায়গা আছে, সেই পথ বরাবর সে উড়ে চলে। অনেক সময়, বৈদ্যুতিক তারের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হলে সমান্তরাল দুই তারের মধ্যদিয়ে উড়ে চলার সময় যখন ধনাত্মক ও ঋণাত্মক তারে বাদুরের শরীরের মাধ্যমে সংযোগ পেয়ে যায় তখন বাদুরের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় আর সে মারা যায়। এ কারণে মাঝে মধ্যে বৈদ্যুতিক তারে ঝুলন্ত মরা বাদুর দেখা যায়।






    1. Report
  3. Question:কোন কোন কারণে শব্দের বেগের পরিবর্তন হয়- ব্যাখ্যা কর। 

    Answer
    গ্যাসীয় মাধ্যম অপেক্ষা তরল মাধ্যমে শব্দের বেগ বেশি এবং কঠিন মাধ্যমে সর্বাপেক্ষা বেশি। এছাড়া, বায়ু এবং কার্বন-ডাই-অক্সাইড উভয়ে গ্যাসীয় হলেও এদের মধ্যে শব্দের বেগ ভিন্ন মানের। সুতরাং শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ বৃদ্ধি পায়। সুতরাং শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার ওপরও নির্ভর করে।






    1. Report
  4. Question:শ্রাব্যতার সীমা বলতে কী বোঝ? 

    Answer
    মানুষ যেকোনো কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। শব্দের কম্পাঙ্ক 20Hz এর বেশি এবং 20,000Hz এর কম হলে তবেই মানবকর্ণ উক্ত শব্দ শুনতে পায়। কম্পাঙ্কের এ সীমার ওপর শ্রাব্যতার সীমা বলে। অণ্যান্য প্রাণিদের জন্য এই শ্রাব্যতার সীমা আলাদা আলাদা মানের হবে।






    1. Report
  5. Question:শব্দোত্তর শব্দের প্রয়োগ সংক্ষেপে আলোচনা কর। 

    Answer
    শব্দোত্তর তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। কাপড়ের ময়লা পরিষ্কারের কাজে ওয়াশিং মেশিনে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। মানবদেহের রোগ নির্ণয়ে আলট্রাসনোগ্রাফিতে দাঁতের স্কেলিং বা পাথর তোলার জন্য, কিডনির ছোট পাথর ভেঙে গুড়া করে তা অপসারণের কাজে, ধাতব পিন্ড বা পাতে সূক্ষ্মতম ফাটল অনুসন্ধানে, সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিস্কার করার কাজে, ক্ষতিকর রোগজীবানু ধ্বংসের কাজে শব্দোত্তর কম্পনের শব্দ ব্যবহৃত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd