তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:উচ্চধাপী ট্রান্সফর্মার কী? 

    Answer
    যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফর্মার বলে।






    1. Report
  2. Question:দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ বিভব ও নিম্ন তড়িৎ প্রবাহ রাখা হয় কেন? 

    Answer
    বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চালন তার দিয়ে প্রেরণ করলে অধিক তড়িৎ প্রবাহের কারণে তারে উৎপন্ন তাপ বৃদ্ধি পায়। তারের মধ্য দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে তার তত বেশি উত্তপ্ত হবে িএবং তাপশক্তি রূপে তড়িৎ শক্তির অপচয় ঘটবে। তাই দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ বিভব ও নিম্নমানের তড়িৎপ্রবাহ রাখা হয়।






    1. Report
  3. Question:তেজস্ক্রিয়তা কী? 

    Answer
    তেজস্ক্রিয়তা পদার্থের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মির নির্গমনকে তেজস্ক্রিয়েতা বলে।






    1. Report
  4. Question:অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করে কেন? 

    Answer
    অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ হলো তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেয়া হয়, ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।






    1. Report
  5. Question:CT Scan এর পূর্ণরূপ লেখ। 

    Answer
    CT Scan এর পূর্ণ রূপ হলো- Computed Tomography Scan।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd