তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:ট্রায়োড-এর তুলনায় ট্রানজিস্টর উত্তম ব্যাখ্যা কর। 

    Answer
    ট্রায়োড ও ট্রানজিস্টর উভয়েই অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। কিন্তু ট্রায়োড ভালভের আকার অনেক বড় হওযায় ইলেকট্রনিক ডিভাইসে স্থাপনে সমস্যা দেখা দেয়। এর জন্য বেশি শক্তির ব্যয়, নির্ভরযোগ্যতা কম ও শীতলীকরণ ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে এসব সমস্যা নেই। তাই ট্রায়োডের তুলনায় ট্রানজিস্টর উত্তম।






    1. Report
  2. Question:সমন্বিত বর্তনী কি? 

    Answer
    সমন্তিব বর্তনী হলো সিলিকনের মতো অর্ধ পরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত থাকে।






    1. Report
  3. Question:ফ্যাক্স কীভাবে কাজ করে? 

    Answer
    ফ্যাক্সমেশিনে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যানকৃত সংকেতকে বাইনারি সংকেতে রূপান্তর করা হয়। এই সংকেত স্ট্যান্ডার্ড মোডেম কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করা হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন প্রেরিত ইলেকট্রনিক সংকেত গ্রহণ করে মোডেমের সাহায্যে ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। এ্কটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবহু ছেপে বের করে।






    1. Report
  4. Question:সলিনয়েড কী? 

    Answer
    একটি লম্বা অন্তরীত পরিবাহী তারকে স্প্রিং-এর মতো বহুপাকে ঘন সন্নিবিষ্ট করে সাজিয়ে বা কয়েল তৈরি করে তা দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে েএকটি দন্ড চুম্বকের ন্যায় চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে।






    1. Report
  5. Question:দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য বিদ্যুৎ প্রবাহের মান কম রাখার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    প্রেরক বা সঞ্চালন তারে যে রোধ থাকে তা খুবই সামান্য কিন্তু এই রোধ তাৎপর্যপূণ। তারের ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহ চলে, ততই এটি উত্তপ্ত হতে থাকে। এই তাপশক্তি পরিপার্শ্বের বায়ুতে ছড়িয়ে পড়ে। তাপশক্তির উৎপাদনে তড়িৎ ব্যয় হয় এবং অপচয় ঘটে। এছাড়া পরিবাহী যত বেশি উত্তপ্ত হয় এর রোধও তত বাড়তে থাকে। সুতরাং ভোল্টেজ বাড়ালে এবং তড়িৎ প্রবাহের মান কমালে শক্তি বা ক্ষমতার অপচয় কম হয়। কারণ, আমরা জানি,
    তড়িৎ ক্ষমতার অপচয় = (তড়িৎ প্রবাহ)২ x রোধ






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd